পারকিউপাইন ওপেনার

আজকে আমাদের আলোচনার বিষয়-পারকিউপাইন ওপেনার

পারকিউপাইন ওপেনার (Porcupine Opener)

যেসব তুলার মধ্যে ঘাস বা শুকনো পাতার টুকরা মিশ্রিত থাকে, এই বিটার সেসব তুলার জন্য ব্যবহার করা হয়। কারণ, উপরিউক্ত অপদ্রব্য তুলা থেকে আলাদা করা কঠিন। পরকিউপাইন ওপেনারের আধুনিক সংস্করণও রয়েছে। এটা একটি সেমিফাস্ট ফিডিং (Semifast feeding) ব্লেডেড বিটার ।

উদ্দেশ্য ও

১. তুলাকে প্রয়োজনমতো আঘাত করা অর্থাৎ ছোট/বড় গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা।
২. এই মেশিনের ময়লা পরিষ্কার করার ক্ষমতা বেশি।
৩. এটা সব ধরনের তুলার জন্য ব্যবহার করা হয়। আবার, ঘাস ও শুকনা পাতার টুকরা বিশিষ্ট তুলার জন্যও এটা বিশেষ কার্যকর।

 

পারকিউপাইন ওপেনার

 

মেশিনের বর্ণনা ও কার্যপ্রণালি ঃ

চিত্রে প্রদর্শিত ফিড ল্যাটিস (Feed lattice) ‘E’-এর উপর তুলাসমূহ দেওয়া হয়।
8 উক্ত ল্যাটিস আঁশসমূহকে প্যাডেল ও রোলারের (একটি অথবা দুটি রোলার) মধ্যদিয়ে পরকিউপাইন সিলিন্ডারে পাঠিয়ে দেয়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

পরকিউপাইন সিলিন্ডারের জন্য বিটারটি প্রতি মিনিটে ৭৫০ – ৮০০ বার ঘুরতে থাকে। ফলে বিটার ও বিটারের নিচের গ্রীড বারের সাথে আঘাত লেগে তুলা হতে ময়লাসমূহ আলাদা হয়ে গ্রীড বারের ফাঁক দিয়ে ডেড এয়ার বক্স (Dead Air Box) এ পড়ে ও তুলাসমূহ আলগা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত হয়।

 

পারকিউপাইন ওপেনার

 

ওপেনিং ও ক্লিনিং-এর জন্য সাধারণ বিষয়াবলি (General factors influencing opening & cleaning) : নিম্নলিখিত বিষয়গুলোর উপর ওপেনিং ও ক্লিনিং নির্ভর করে।

১। ওপেনিং ডিভাইসের ধরন,

২। ওপেনিং ডিভাইসের গতি,

৩। কাঁচামাল প্রবেশের মাত্রা,

৪। ফিডের ধরন

৫ । ফিড স্পেস,

৬ । গ্রিডের ধরন,

৭। গ্রিড সারফেসের এরিয়া

৮। গ্রিড সেটিং,

৯। গ্রিডের মধ্যে বাতাসের প্রবাহ,
,
১০। প্রি-ওপেনিং এর অবস্থা,

১১। ফিড দ্রব্যের পুরুত্ব,

১২। দ্রব্যের প্রবেশ,

১৩। মেশিনের পজিশন ও পূর্বের এবং পরের মেশিনের প্রকার ।

 

পারকিউপাইন ওপেনার

 

আরও দেখুন

Leave a Comment