আজকে আমাদের আলোচনার বিষয়-বেসিক ওয়ার্প নিটিং স্ট্রাকচার
বেসিক ওয়ার্প নিটিং স্ট্রাকচার (Discussion of the basic warp knitting structure)
ওয়ার্প নিটেড ফেব্রিক গঠিত হয় একটি ইয়ার্ন সিস্টেম থেকে, যাকে বলা হয় ওয়ার্প । সমস্ত সুতাগুলো সাধারণত একটি ওয়ার্প শিট থেকে সরবরাহ করা হয় এবং একই রকম ল্যাপিং মুভমেন্ট দিয়ে থাকে। কারণ প্রতিটি সুতাই একটি গাইড বারে অবস্থিত গাইডগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্রতিটি গাইড বার একটি কম্পাউন্ড ল্যাপিং মুভমেন্ট সম্পন্ন করে, যাকে দুটি ভাগে বিভক্ত করা হয়, যেমন-
১। সুইংগিং মোশন (Swinging motion) এবং
২। শগিং মোশন (Shogging motion)।
এই সুইংগিং এবং শগিং মোশন একে অন্যের সাথে লম্ব বরাবর কাজ করে। পাশাপাশি অবস্থিত দুই নিডেলের মাঝখান দিয়ে মেশিনের পিছন থেকে সামনের দিকে এবং সামনের থেকে পিছন দিকে গাইডগুলোর যাতায়াতকে সুইংগিং মোশন বলা হয়।
একটি মেশিনের জন্য এটি নির্দিষ্ট থাকে এবং মেশিনের রকার শ্যাফটের সাহায্যে গাইড বারগুলো এ মোশন পেয়ে থাকে। দুইটি সুইংগিং মুভমেন্ট একটি লুপের দুইটি সাইড লিম্ব বা লেগ উৎপন্ন করে, যখন এরা ওভারল্যাপ শগের সাথে একত্রিত হয় ।
নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট, তাকে শপিং মুভমেন্ট বলে। এ শপিং মুভমেন্টের। ওভারল্যাপ এবং পশ্চাদভাগ দিয়ে যে শগিং মুভমেন্ট হয়, তাকে আন্ডার ল্যাপ বলে। প্রতিটি গাইড বারের দ্বারা প্রতি শগিং মুভমেন্ট পৃথকভাবে নিয়ন্ত্রিত হয়। গাইড বারগুলো শগিং মোশন পায় প্যাটার্ন চেইন লিংক বা প্যাটার্ন হুইল থেকে।
(Horizontal rows of points) দেখানো হয়। এ বিন্দুগুলোর চারিদিকে ল্যাপিং ডায়াগ্রাম অঙ্কন করা হয় এবং সাধারণভা ধরে নেয়া হয়, প্যাটার্ন মেকানিজমটি ডানপার্শ্বে অবস্থান করে। দুই নিডেলের মাঝখানে গাইডের অবস্থান নির্দেশ ক বিন্দুগুলোর পাশাপাশি অবস্থিত উল্লখ সারির মাঝখানে চেইন লিংকের নম্বর দেওয়া হয়। যা অবস্থান থেকে শুরু হয় এবং ডানপার্শ্বে অবস্থিত বিন্দু স্তম্ভের ডানপাশ থেকে শুরু হয়। নিম্নের চিত্রে ল্যাপিং ডায়াগ্রাম এবং টেইন নোটেশন দেখানো হলো।

চিত্রে যে ল্যাপিং ডায়াগ্রাম দেখানো হয়েছে তাতে । ওভারল্যাপ অঙ্কন করা হয়েছে স্পেস-১ থেকে স্পেস নিডেল পয়েন্টের উপর একটি বক্র অঙ্কন করে এবং দ্বিতীয় ওভারল্যাপ অঙ্কন করা হয়েছে স্পেস-২ থেকে স্পেন-: এ। ওভারল্যাপের সাথে আন্ডার ল্যাপের একত্রিতকর দ্বারা এই ল্যাপিং ডায়াগ্রাম সম্পন্ন হয় এবং চেইন নোট নিম্নরূপে দেখানো হয়- ১০/২-৩।
এখানে “-” চিহ্নটি ওভারল্যাপ নির্দেশ করে এবং / চিহ্নটি একটি আন্ডারল্যাপ নির্দেশ করে।
বেসিক ওভারল্যাপ/আন্ডার ল্যাপ ভেরিয়েশনস্ সব গাইড বারের ল্যাপিং মুভমেন্টগুলো নিম্নলিখিত পাঁচটি ল্যাপি ভেরিয়েশনের এক বা একাধিক সমন্বয়ে গঠিত। এটি চিত্র ১০,১৩-এ দেখানো হয়েছে।
(ক) ক্লোজড ল্যাপ ঃ একটি ওভারল্যাপ বিপরীত দিকে একটি আন্ডারল্যাপকে অনুসরণ করে।
(খ) ওপেন ল্যাপ ঃ একটি ওভারল্যাপ একই দিকে একটি আন্ডারল্যাপকে অনুসরণ করে।
(গ) ওপেন ল্যাপ ঃ কেবলমাত্র ওভারল্যাপ সংগঠিত হয়, কোনো আন্ডারল্যাপ হয় না।
ঘ) লেইং-ইন : কেবলমাত্র আন্ডারল্যাপ সংগঠিত হয়, কোনো ওভারল্যাপ হয় না। (৩) মিস ল্যাপিং : কোনো ওভারল্যাপও হয় না এবং কোনো আন্ডারল্যাপও হয় না।
ওয়ার্গ নিটিং-এর বেসিক স্টিচসমূহ ঃ
বেশিরভাগ ওয়ার্স নিটেড ফেব্রিক অল্পসংখ্যক গাইড বারের দ্বারা উৎপন্ন হয়। ওয়ার্প নিটিং-এ নিম্নলিখিত বেসিক স্টিচসমূহ পাওয়া যায়।
(ক) পিলার বা চেইন স্টিচ (Pelar/ Chine stitch) 8 একটি পিলার স্টিচ গতি হয় একই সুতা থেকে একটি নিডেলের উপর ধারাবাহিকভাবে গঠিত নিডেল লুপের উল্লম্ব চেইনের দ্বারা। এ চেইন সুতার সাথে সংযুক্ত হতে পারে অথবা তারা একে অন্যের থেকে সম্পূর্ণ পৃথক হতে পারে।
এ পিলার স্টিচ গঠিত হবে, যখন একটি নির্দিষ্ট নিডেল একটিমাত্র সুতা দ্বারা একই গাইড দ্বারা ল্যাপড্ হবে। যতক্ষণ পর্যন্ত এ গাইড এটির পার্শ্ববর্তী নিডেলের সাথে আন্ডারল্যাপ গঠনকারী গাইড বার প্রয়োগ করা হবে ততোক্ষণ পর্যন্ত ট্রিকোট মেশিনে এ পিলার স্টিচ গঠন করা খুবই কঠিন।
সিংকারের থ্রোটের মধ্যে যদি কোন আন্ডারল্যাপ ধরা না থাকে, তবে কাপড় নিডেলের সাথে উপরে আসবে এবং নিডেল হুক না খোলার দরুন কাপড় তৈরি হবে না । রাসেল মেশিনের মধ্যে টেক-আপ মেকানিজমের নিম্নগতির কারণে স্টিচ গঠন করা বেশ সহজ। রাসেল ইন্ডাস্ট্রির মধ্যে চেইন ল্যাপিং মুভমেন্টের দ্বারা গঠিত বিভিন্ন ধরনের নেট কাপড় প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে।
এ পিলার স্টিচ ওপেনল্যাপ বা ক্লোজড ল্যাপ বা ওপেন এবং ক্লোজড ল্যাপের সংমিশ্রণের দ্বারাও তৈরি হতে পারে। এক্ষেত্রে ওপেনল্যাপ সবচেয়ে বেশি গঠিত হয়ে থাকে। এ ওপেনল্যাপ গঠন করার জন্য গাইড পর্যায়ক্রমে ডানে এবং বামে অগ্রসর হয়ে থাকে।
অপরপক্ষে, ক্লোজড ল্যাপড গঠন করার জন্য গাইড একই দিকে ধারাবাহিকভাবে অগ্রসর হয়ে থাকে । চিত্র ১০.১৪-এ ওপেন এবং ক্লোজড ল্যাপ পিলার স্টিচের ল্যাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হলো
ল্যাপিং ডায়াগ্রাম চেইন নোটেশন ০-১/১- 01/ ওপেনল্যাপ

(খ) ট্রিকো স্টিচ অথবা ১ এবং ১ ল্যাপিং মুভমেন্ট ঃ
এ ট্রিকো স্টিচ একটি ওয়ার্প থেকে তৈরি হয় এবং এ ট্রিকো লুপগুলোও বিপরীতক্রমে পাশাপাশি অবস্থিত দুইটি ওয়েলের মধ্যে বিস্তৃত হয়। এটি ওপেন লুপস্ বা ক্লোজড লুপস্ বা বিপরীতক্রমে ওপেন এবং ক্লোজড লুপ হতে পারে।
ট্রিকো স্ট্রাচারের মধ্যে লিংকগুলো কাপড়ের পিছন দিকে দিয়ে দেখা যায়, গাইড দ্বারা পাশাপাশি অবস্থিত দুইটি নিডেলের মধ্যে বিপরীতক্রমে ল্যাপিং করে এই ল্যাপিং মুভমেন্ট গঠন করা যায়। এটিকে ট্রিকো ল্যাপ বলে। এক নিডেল স্পেস আন্ডার ল্যাপ হয় এবং একটি নিডেল ওভারল্যাপড হয় বলে এটিকে ১ এবং ১ ল্যাপিং ডায়াগ্রাম ল্যাপিং মুভমেন্টও বলে।
এ স্ট্রাকচারটি বেশি জনপ্রিয়। চিত্র ঃ চেইন নোটেশন ১০.১৫-এ ট্রিকো ওপেন ল্যাপ এবং ক্লোজড ল্যাপ
স্ট্রাচারের ওপেন ল্যাপ পাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হলো।
চেইন নোটেশন ০১/০১/
ল্যাপিং ডায়াগ্রাম : ২-১০- ১/ চেইন নোটেশন ঃ ১- ২/১-৩/
গ) কর্ড স্টিচ অথবা ২ এবং ১ ল্যাপিং এটি ট্রিকো স্টিচের মতো, তবে লিংকের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য দেখা যায়। এটি একটি ওয়ার্ন সিস্টেম থেকে নিটিং করা হয় এবং লুপগুলো গঠিত হয়। পাশাপাশি অবস্থিত কোর্সের মধ্যেও প্রতি ২ ওয়েলস্ এর মাঝে।
শপিং মুভমেন্ট লম্বা হওয়ার কারণে কাপড়ের মধ্যে সুতাগুলো অনেকটা অনুভূমিক হয়ে যায়। ফলে কাপড়ের প্রস্থ বরাবর দৃঢ়তা বৃদ্ধি পায়। গাইড বার বেশি পরিমাণে সুতা গ্রহণ করার জন্য কাপড় খুব ভারী হয়ে যায় এবং এটির কভারিং ফ্যাক্টর বৃদ্ধি পায়।
পূর্বের মতো এই স্টিচও ওপেন বা ক্লোজড হতে পারে। তবে ক্লোজড স্টিচ-ই বেশি জনপ্রিয়। চিত্র ঃ ১০.১৬-এ ওপেন এবং ক্লোজড কর্ড স্টিচের ল্যাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হয়েছে।
চেইন নোটেশন : ৩-২/০১// ওপেন ল্যাপ
ল্যাপিং ডায়াগ্রাম
চেইন নোটেশন ঃ ২ – ৩/১ – ০ | ক্লোজড ল্যাপ

(ঘ) শাটিন স্টিচ অথবা ৩ এবং ১ ল্যাপিং ঃ
কর্ড স্টিচের চেয়ে একটি নিডেল স্পেস পরিমাণ আন্ডারল্যাপ শগিং মুভমেন্ট বৃদ্ধি করে এ শাটিন স্টিচ তৈরি করা হয়। অন্যান্য স্টিচের মতো এটিও ওপেনল্যাপ এবং ক্লোজড ল্যাপ হয়ে থাকে। কর্ড এবং ট্রিকো স্টিচ থেকে এ স্টিচের পার্থক্য হলো এটির লিংকের দৈর্ঘ্য বেশি।
এটিও অন্যান্যদের মতো একটি ওয়ার্ল্ড সিস্টেম থেকে তৈরি করা হয় এবং এটির লুপগুলো পাশাপাশি অবস্থিত কোর্সের মাঝে এবং প্রতি ও ওয়েলস্- এর মাঝে গঠিত হয়। এ স্ট্রাকচার তৈরি করতে অনেক বেশি সুতার প্রয়োজন হয় বলে এটির প্রস্থ বরাবর দৃঢ়তা, কাপড়ের ওজন এবং কভার ফ্যাক্টর বৃদ্ধি পায়। চিত্র ঃ ১০.১৭-এ ক্লোজ ল্যাপ এবং ওপেনল্যাপ শাটিন স্টিচের ল্যাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হলো।
ল্যাপিং মুভমেন্টও বলে এবং এটিকে কর্ড বা শাটিনের মতো একটি উদ্দেশ্যে উৎপন্ন করা হয়। আন্ডারল্যাপের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে কাপড়ের ওজন বৃদ্ধি পায় এবং একই সাথে কাপড়ের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পায়। এটি ট্রিকো কর্ড এবং শাটিন স্টিচ থেকে ভিন্ন হওয়ার একমাত্র কারণ এটির লিংকের দৈর্ঘ্য ঐগুলোর চেয়ে বেশি।
এটিও অন্যান্য স্টিচের মতো একটি ওয়ার্স সিস্টেম থেকে তৈরি করা হয় এবং এটির লুপগুলো পাশাপাশি অবস্থিত কোর্সের মাঝে ও প্রতি ৪ ওয়েলস্ এর মধ্যে গঠিত হয়। অন্যদের মতো এটিও ওপেন এবং ক্লোজড ল্যাপ হয়ে থাকে। ল্যাপিং ডায়াগ্রাম
ল্যাপিং ডায়াগ্রাম চেইন নোটেশন ঃ ৫-৪/০- ১// ওপেন ল্যাপ
চেইন নোটেশন ঃ ৪-৫/১০/

(চ) অ্যাটলাস স্টিচ অথবা ল্যাপিং মুভমেন্ট ঃ
এটি এমন এক ধরনের স্টিচ, যেখানে প্রতিটি সুতা ধারাবাহিকভাবে পাশাপাশি অবস্থিত ওয়েলসের মাঝে এক বা একের অধিক লুপ তৈরি করে। অ্যাটলাস স্টিচের মধ্যে সিঙ্গেল সাইড লিংক এবং ডবল সাইড লিংকবিশিষ্ট থাকে।
সবচেয়ে ছোট ইট্লাস স্পিচের মধ্যে কর্মপক্ষে তিনটি ওয়েলস এবং ৪টি কোর্সের প্রয়োজন হয়। বড় ধরনের রিপিটের অ্যাটলাসের ক্ষেত্রে পাশাপাশি অবস্থিত ওয়েলসের মাঝে প্রথমে একদিকে লিংক সংযুক্ত হয় এবং তারপরে উলটে দিকে লিংক সংযুক্ত হয়ে প্রথম ওয়েল পর্যন্ত আসে।
অ্যাটলাস স্টিচ বলতে সাধারণত ট্রিকো অ্যাটলাসকেই বুঝায়। তদুপরি বিভিন্ন ধরনের অ্যাটলাস স্টিচ পাওয়া যায়, যেমন—
১। ট্রিকো অ্যাটলাস
২। কর্ড টাইপ অ্যাটলাস
৩। শাটিন টাইপ অ্যাটলাস এবং
৪। ভেলভেট টাইপ অ্যাটলাস।
ট্রিকো অ্যাটলাস ২-কোর্সে, ৩-কোর্সে ইত্যাদি ধরনের হতে পারে। চিত্র ও ১০.১৯ মি ২-কোর্সে এবং ৫-কোর্সে টিকো অ্যাটলাসের ল্যাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হয়েছে।
কর্ড টাইপ অ্যাটলাস কর্ড স্টিচের নীতির উপর ভিত্তি করে গঠিত। এখানে স্টিচের রিপিট গঠনে ৫টি ওয়েলস এবং ৪টি কোর্সের প্রয়োজন হয়।
একইভাবে শাটিন টাইপ অ্যাটলাস স্টিচ, শাটিন নীতির উপর ভিত্তি করে গঠিত। এখানে একটি শাটিন অ্যাটলাস গঠনে ৭টি ওয়েলস এবং চারটি কোর্সের হয়।
অনুরূপভাবে ভেলডেট টাইপ অ্যাটলাস, ভেলভেট স্টিচের নীতির উপর ভিত্তি করে গঠিত। একটি ভেলভেট টাইপ অ্যাটলাস গঠন করতে কমপক্ষে ৯টি ওয়েলস এবং ৪টি কোর্সের প্রয়োজন। চিত্র : ১০.২২-এ ভেলভেট টাইপ অ্যাটলাসের ল্যাপিং ডায়াগ্রাম এবং চেইন নোটেশন দেখানো হলো।
এ পর্যন্ত যতগুলো ওয়ার্স নিটেড স্ট্রাকচার আলোচনা করা হলো তার সবই সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার। বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে এ সিঙ্গেল বার স্ট্রাকচারগুলো সুবিধাজনক নয়। এরা সাধারণত আকারগত দিক (Dimensionally) দিয়ে খুব সুদৃঢ় নয় (Unstable), এমনটি যদি সামান্য ক্ষতিগ্রস্ত হয় তবে সহজেই এরা পৃথক হয়ে যায়।
চেইন নোটেশান : ৬-৭/৪-৩/১-0/3-8 চিত্র ঃ ১০.২১ শাটিন টাইপ অ্যাটলাস
ল্যাপিং ডায়াগ্রাম
চেইন নোটেশন ঃ ৮ – ৯/৫- ৪/১-০/৪
ওয়ার্প নিটেড স্ট্রাচারের অনেক বর্তমানে বেশিরভাগ কাপড় তৈরি হয় ২-গাইড বারবিশিষ্ট স্ট্রাকচার মেশিনের দ্বারা। গাইড বার দুটি সম্পূর্ণ থাকে। দুইটি পৃথক ওয়ার্প থেকে আলাদাভাবে সুতা সরবরাহ করা হয় এবং গাইড বার দুইটি ভিন্ন রকমের লা প্রদান করে।
এ দুটি পৃথক ল্যাপিং মুভমেন্টের সংমিশ্রণের ফলে কাপড় তৈরি হয়। ২-গাইড বারের দ্বারা ফেব্রিক বা স্ট্রাকচার তৈরি করা হয়। তার মধ্যে বহুল প্রচলিত কতকগুলো নিম্নে আলোচনা করা হলো-
ক) ডবল ট্রিকো স্ট্রাচার ও ২টি সম্পূর্ণ থ্রেডেড গাইড বারের বেসিক ল্যাপিং মুভমেন্ট বলতে প্রধানত এ ডবল ট্রিকো স্ট্রাকচরকেই বুঝায়। চিত্র ঃ ১০.২৩-এ এটির ল্যাপিং মুভমেন্ট এবং চেইন নোটেশন পৃথক পৃথক গাইড বারের জন্য আলাদাভাবে দেখানো হয়েছে।
এটি মূলতঃ বেসিক ১ গাইড বার ট্রিকো ট্রাচারের মতো, পার্থক্য হলো দুই গাইড বারের ল্যাপিং মুভমেন্টের দিক ভিন্ন। বাণিজ্যিকভাবে যদিও এটি খুবই চমকপ্রদ কাপড়, কিন্তু কিছু বড় ধরনের অসুবিধা থাকার কারণে এটির ব্যবহার সীমিত ।
এটির প্রধান অসুবিধাটি হলো কাপড়ের প্রতিটি ওয়েল কেবলমাত্র তার পার্শ্ববর্তী ওয়েলের সাথে সংযুক্ত থাকায় যদি একটি সুতা ছিঁড়ে যায় বা একটি স্টিচ ড্রপ করে, তবে সহজেই কাপড়টি ছিড়ে (Split) যায়।
ফ্রন্ট গাইড বার ল্যাপিং ডায়াগ্রাম
ব্যাক গাইড বার ল্যাপিং ডায়াগ্রাম
চেইন নোটেশন : ১-২/১-০// চেইন নোটেশন ঃ ১০/১২/
খ) লক-নিট স্ট্রাকচার ঃ এটি একটি ২-গাইড স্ট্রাচার। ওয়ার্প নিটেড স্ট্রাকচারের মধ্যে এ কাপড়েই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ স্ট্রাচারের ল্যাপিং মুভমেন্ট এবং চেইন নোটেশন চিত্র ঃ ১০.২৪-এ দেখানো হয়েছে। এখানে দেখা যায় সমুখ বা ফ্রন্ট গাইড বারটি ২-নিডেল স্পেস শপিং মুভমেন্ট দেয় অর্থাৎ এটি ক্লোজড ল্যাপ কর্ড স্ট্রাকচারের অনুরূপ।
পক্ষান্তরে, ব্যাক গাইড বারটি ট্রিকো স্ট্রাকচারের মতো ১ এবং ১ ল্যাপিং মুভমেন্ট প্রদান করে। তবে দুই গাইড বারের মুভমেন্টের দিক ভিন্ন। এ ধরনের কাপড় মহিলাদের লিংগারি (Lingerie) তৈরিতে ব্যবহৃত হয়। এ কাপড়কে যখন নিটিং মেশিন তথা নিটিং জোন থেকে নামানো হয়, তখন এর প্রস্থ বরাবর সংকোচন ঘটে।
ফলে মেশিনের নিডেল বারে প্রস্থের চেয়ে এ কাপড়ের সর্বশেষ প্রস্থ দাঁড়ায় ২/৩ অংশ। এ সংকোচন প্রধানত নির্ভর করে নিটিং অবস্থা, সুভার ধরন, সুতার টান ইত্যাদির উপর। যেহেতু বেশিরভাগ কাপড় থার্মোপ্লাস্টিক আঁশ বা ফাইবার থেকে তৈরি করা হয় এবং ফিনিশিং পর্যায়ে হিট সেট করা হয়, সুতরাং ট্রিকো ফেব্রিকের মতো কাপড়ের পাড়ের অংশে কুঁকড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে না।
আরও দেখুন