রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

আজকে আমাদের আলোচনার বিষয়-রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

(Study and draw different feed apparatus used in blow-room indicating the names of different parts and their specific functions)

তত্ত্ব (Theory) 

ব্লো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের সাহায্যে তুলার অপদ্রব্য পরিষ্কারকরণ, তুলার আঁশ সোজাকরণ এবং
পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী স্লাইভার তৈরিকরণ ।

উদ্দেশ্য (Objectives) :

(i) ফিড অ্যাপারেটাস সম্পর্কে অবগত হওয়া।
(ii) ফিড অ্যাপারেটাসের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে অবগত হওয়া ।
(ii) ফিড অ্যাপারেটাসের কার্যকরী অঙ্গসমূহের কর্মপ্রক্রিয়া সম্পর্কে অবগত হওয়া ।

বর্ণনা (Discuss) :

কার্ডিং মেশিনে দ্রব্যাদি ফিডিং সাধারণত দুইভাবে হয়ে থাকে । যথা ঃ

১। ল্যাপ ফিডিং (Lap Feeding)

২। চুট ফিডিং (Chute Feeding)

১। ল্যাপ ফিডিং (Lap Feeding) :

এটি গতানুগতিক ব্যবস্থা, স্কাচার মেশিনে ল্যাপ ফরমিং ইউনিটে ব্লো-রুমের শেষ প্রোডাক্ট হিসেবে ল্যাপ তৈরি করে, যা পরবর্তীতে কার্ডিং মেশিনে ফিড হয় ।

২। চুট ফিডিং (Chute Feeding) :

এটা আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে ল্যাপ তৈরির প্রয়োজন নেই। স্কাচার মেশিন
থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছের মতো আঁশসমূহ বাতাসের টানে পাইপের মাধ্যমে চুট চেম্বারে প্রবেশ করে, যা কনডেন্সারের মাধ্যমে শ্যাপের মতো শীট আকারে কার্ডিং মেশিনে ফিড হয়।

এটি চুট ফিড নামে পরিচিত । ব্লো-রুম লাইনে শেষ অপারেশন হিসেবে স্কাচার অপারেশন কাজ করে যা ল্যাপ উৎপন্ন করে। এই ল্যাপ পরবর্তীতে ার্ডিং মেশিনে ফিড হয়। বিটারের আঁশসমূহ আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত হয় ও যতটুকু সম্ভব অবশিষ্ট ময়লা রিষ্কার করা হয়।

বিটার হতে আঁশসমূহ ডেলিভারি হয়ে বায়ুপ্রবাহের টানে 1 জোড়া কেইজের গায়ে গিয়ে পড়ে।

 

রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

 

মেশিনের বর্ণনা ও কার্যপ্রণালি ঃ

চিত্রে প্রদর্শিত মেশিনে একটি ট্রাঙ্ক (Trunk ) ‘A’ যা মিশ্রণ যন্ত্র থেকে প্রাপ্ত আঁশে পূর্ণ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-১ থাকে। ট্রাঙ্ক থেকে আঁশ চেম্বারে ‘B’ এ প্রবেশ করে, এখান থেকে আঁশসমূহ ল্যাটিস ‘C’ এর স্পাইকের সংযোগে দিকে চলতে থাকে।

বটম ল্যাটিস হতে আঁশসমূহ ভাটিক্যাল (Vertical) অথবা চালু স্পাইক ল্যাটিস ‘D’ এর স্পাইে মাধ্যমে উপরের দিকে যেতে থাকে। স্পাইক লাটিসের ওপরে হোপারের দিকে একটি ইভেনার রোলার E রয়েে অতিরিক্ত আঁশসমূহ ডেলিভারির দিকে যেতে বাধা প্রদান করে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

অতিরিক্ত আঁশ ছিটকে ‘B’ তে এসে পড়ে। আবার ল্যাটিসে তুলা আশসমূহের উপরের দিকে উঠায়, এভাবে একটি ওপেনিং ক্রিয়া সম্পন্ন হয়। ট্রাঙ্ক থেকে বটম প্যাটিস হোপারে আসে, হোপারে প্রয়োজনের অতিরিক্ত তুলা চলে আসলে সুইং ডোর Q এর পিছনের দিকে চাপ দেয়।

রঙ R মাধ্যমে একটি ক্যাচ বক্স (Cofch box) ও লিভারের সাথে ফিলার ডোর সংযুক্ত। v লিভার W ক্র্যাঙ্ক এর মাধ্যমে ভাইব্রেটিং ডোর Y এর সাথে সংযুক্ত। আঁশের চাপে ফিলার ডোর পেছনের দিকে চাপ দিলে ক্যাচ বক্স (Catch box) লিভার V কে নিচের দিকে চাপ দেয় যা W ক্র্যাঙ্কের মাধ্যমে Y ডোর বন্ধ হয়ে যায়। ফলে আশ চেম্বারে প্রবেশ করতে পারে না এবং চেম্বারে আঁশ সবসময়ে সমপর্যায়ে থাকে।

স্পাইক ল্যাটিসের ডেলিভারি প্রান্তে F একটি স্ট্রিপিং রোলার রয়েছে যা আঁশসমূহ স্পাইক থেকে স্ট্রিপিং করে এবং মিড বার এর উপর আঘাত করে। ফলে আঁশ কিছুটা ময়লা দূর কর এবং পরবর্তী ফিড করার উদ্দেশ্যে ডেলিভারি প্রান্তে চলে যায় এবং পেডাল (Padal) রোলারের মাধ্যমে পরবর্তী মেশিনের তুলা সরবরাহ নিয়ন্ত্রিত থাকে ।

 

রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

সতর্কতা (Precaution ) 

  • কিফ অ্যাপারেটাস খুব সতর্কতার সাথে চালনা করতে হবে
  • ফিড অ্যাপারেটাস চালাতে শিক্ষকদের সাহায্য নিতে হবে।
  • ধারালো যন্ত্রাংশ সাবধানে ধরতে হবে ।
  • মেশিনের যন্ত্রাংশ সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে হবে।

 

রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ফিড অ্যাপারেটাসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

 

আরও দেখুন

Leave a Comment