স জিন মেশিন এর কার্যপ্রণালী | General Textile Processing 1

স জিন মেশিন এর কার্যপ্রণালী ক্লাসটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলোজির [ Diploma in Textile Technology], ১ম পর্বের, জেনারেল টেক্সটাইল প্রসেস-১, ১৯১২ [ General Textile Processing-1, 1912 ] বিষয়ের, ২য় অধ্যায়, জিনিং [Chapter 2, Ginning] এর ক্লাস।

 

স জিন মেশিন এর কার্যপ্রণালী

 

জিনিং কি

গাছ থেকে বীজসহ তুলা সংগ্রহ করার পর যে প্রক্রিয়ায় বীজতুলা হতে বীজ তুলা আলাদা করা হয় তাকে জিনিং বলে।

 

 

ব্লিচিং ওয়াশিং কি এবং এর উদ্দেশ্য

গার্মেন্টস থেকে তৈরিকৃত পোশাকের সাইজ মেটেরিয়াল রিমুভ করা।

ওয়েস্টেজ কি? এবং কত প্রকার

ইয়ার্ন/সুতা তৈরি করার সময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ময়লা,নেপস,অপদ্রব্য, ভাঙ্গা বিচি, অপরিপক্ক আঁশ, খাটো আঁশ ইত্যাদি কাঁচা তুলার বাইপ্রডাক্ট হিসেবে পাওয়া যায় তাই হল ওয়েস্টেজ/অপচয়।

স্রিংকেজ কি এবং স্রিংকেজ এর পরিমাপ

সাধারণত ফেব্রিককে পানি অথবা কোন তরল পদার্থের মাঝে ভিজিয়ে রাখলে ফেব্রিকের আকার আকৃতির মাঝে পরিবর্তন হয় অর্থাৎ ফেব্রিকটি আগের তুলনায় ছোট হয়ে যায় তাই স্রিংকেজ/সংকোচন।

জিনিং এর উদ্দেশ্য

  • তুলা আঁশকে সম্পূর্ণরূপে বীজ মুক্ত করা।
  • সম্পূর্ণ ভালো আঁশসমূহকে আলাদাভাবে সংগ্রহ করা।
  • ত্রুটিযুক্ত আঁশ, বীজকণা, ক্ষুদ্র আঁশ যাতে করে ভালো আঁশের মাঝে না থাকে তা নিশ্চিত করা।
  • তুলার আঁশের সব অপদ্রব্য ও বীজ একসাথে সংগ্রহকরা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন

বর্তমানে তুলা প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো দ্রুত গতিতে উন্নত হচ্ছে, পাশাপাশি জিনিং মেশিনারিও আধুনিক হচ্ছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জিনিং মেশিনারির আধুনিক সংস্করন বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

  • জিনিং মেশিন (Ginning Machine)
  • লাইফ রোলার জিন (Knife Roller Gin)
  • মেকার্থি জিন (Macarthy Gin)
  • ‘স’ জিন (Saw Gin)

উৎপাদন ও উৎপদানশীলতা বাড়ানোর জন্য জিনিং মেশিনের আধুনিক সংরক্ষণ বাণিজ্যিকভাবে ব্যবহার হয়ে আসছে।তার মধ্যে নিচে তিন প্রকারের জিনিং মেশিনসমূহ বীজতুলা থেকে আঁশ ও বীজ আলাদা করার জন্য ব্যবহৃত হয়ে আসছে:-

  1. স’জিন মেশিন
  2. মেকার্থি জিন মেশিন
  3. নাইফ রোলার জিন মেশিন

 

 

স জিন মেশিন এর কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত ঃ

 

 

আরও দেখুন

Leave a Comment