স্পিনিং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা ক্লাসটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলোজির [ Diploma in Textile Technology], ১ম পর্বের, জেনারেল টেক্সটাইল প্রসেস-১, ১৯১২ [ General Textile Processing-1, 1912 ] বিষয়ের, ৯ম অধ্যায়, সিমপ্লেক্স [Chapter 9, Simplex] এর ক্লাস।
স্পিনিং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা
রিং স্পিনিং (Ring Spinning) কি?
স্পিনিং বিভাগ হচ্ছে আঁশ থেকে সুতা তৈরির সর্বশেষ প্রক্রিয়া বা ধাপ। আর তাই স্পিনিং এ সিমপ্লেক্স থেকে প্রাপ্ত রোভিং এর একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে সুতা তৈরি করা হয়।

রিং স্পিনিং ফ্রেম (Ring Spinning Frame) কাকে বলে?
স্পিনিং বিভাগের মধ্যে যে মেশিনে সুতা তৈরি করা হয় সে মেশিনকে রিং স্পিনিং ফ্রেম বলা হয়। স্পিনিং- ফ্রেমে ববিনের চারপাশে রিং থাকে। রিং এর চারপাশে ট্রাভেলার হোল্ডার থাকে যা ট্রাভেলারকে ধরে রাখে। রিং এর উপর ট্রাভেলার ঘুরতে থাকে ও উৎপাদিত সুতা ববিনে জড়াতে থাকে।
রিং স্পিনিং ফ্রেমের উদ্দেশ্য?
- রিং সিমপ্লেক্স থেকে প্রাপ্ত রোভিংকে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে সুতায় রূপান্তর করা।
- সুতার অক্ষ বরাবর আঁশকে আটকিয়ে রাখার জন্য সুতার শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ পাক বা টুইস্ট প্রদান করা। এছাড়াও উৎপাদিত সুতাকে সহজে স্থানান্তরের সুবিধার্থে ছোট ও উপযুক্ত আকারের প্যাকেজে সুতা জড়ানো।

রিং স্পিনিং ফ্রেমের কাজ?
রিং ফ্রেমের মূল কাজ হল সুতা উৎপাদন করা। সুতা উৎপাদনের জন্য রিং স্পিনিং- ফ্রেম নিচের কাজগুলো ধাপে ধাপে সম্পাদিত করেঃ
- ক্রিলিং (Creeling)
- ড্রাফটিং (Drafting)
- টুইস্টিং (Twisting)
- ওয়াইন্ডিং (Winding)
- বিল্ডিং (Building)
- ডফিং (Doffing)
স্পিনিং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুন
