স্টিচ এর ভুমিকা

আমাদের আজকের আলোচনার বিষয় স্টিচ এর ভুমিকা। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

 

স্টিচ এর ভুমিকা

 

স্টিচ এর ভুমিকা

 

একটি বা একাধিক সুতা বা সুতার- লুপ (Loop) একে অপরের সাথে ইন্ট্রালুপিং (Intralooping), ইন্টারলুপিং (Interlooping) বা ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে আবদ্ধ করে সেলাই করা হয় এবং এ সেলাইয়ের এককরে স্টিচ (Stitch) বলে। যখন একটি সুতার -লুপ একই সুতার অন্য একটি লুপের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন তারে ইন্ট্রালুপিং (Intralooping) বলে। যখন একটি সুতা অন্য একটি সুতা বা সুতার -লুপের উপর দিয়ে অতিক্রম করে, তখন তাকে ইন্টারলেসিং (Interlacing) বলে। যখন একটি সুতার -লুপ অন্য একটি সুতার -লুপের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন তাকে ইন্টারলুপিং (Interlooping) বলে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

প্রায় ৭০ ধরনের স্টিচের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে ১৮ থেকে ২০ ধরনের স্টিচ পোশাকশিল্পে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তবে দর্জির দোকানে বা বাসাবাড়িতে পোশাক তৈরির জন্য ২ থেকে ৩ ধরনের স্টিচ ব্যবহার করা হয় । সকল ধরনের স্টিচকে ৬টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে । 1000

সিম ও স্টিচ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সিম ছাড়া স্টিচ তৈরি করা যায় না, তেমনি স্টিচ ছাড়া সিম তৈরি করা যায় না ।
একটি বা একাধিক সুতা বা সুতার -লুপ (Loop) একে অপরের সাথে ইন্ট্রালুপিং (Intralooping), ইন্টারলুপিং (Interlooping), বা ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে আবদ্ধ করে সেলাই করা হয় এবং এ সেলাই এর একককে (Unit) স্টিচ বলে।

 

স্টিচ এর ভুমিকা

.
ইন্ট্রালুপিং (Intralooping) ঃ যখন একটি সুতার- লুপ একই সুতার অন্য একটি লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্ট্রালুপিং (Intralooping) বলে। তাকে
ইন্টারলেসিং (Interlacing) ঃ যখন একটি সুতা অন্য একটি সুতার -লুপের উপর দিয়ে অতিক্রম করে তখন ইন্টারলেসিং (Interlacing) বলে।
ইন্টারলুপিং (Interlooping) : যখন একটি সুতার- লুপ অন্য একটি সুতার -লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্টারলুপিং (Interlooping) বলে। যখন একপরতা কাপড়কে সেলাই করা হয় তখন তাকে স্টিচিং বলে, কাপড়ের প্রান্ত নিটেনিং, হেম ইত্যাদি। যেমন-

প্রায় ৭০ ধরনের স্টিচের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে ১৮ থেকে ২০ ধরনের স্টিচ পোশাকশিল্পে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তবে দর্জির দোকানে বা বাসাবাড়িতে পোশাক তৈরিতে ২ থেকে ৩ ধরনের স্টিচ ব্যবহার করা হয়।

 

স্টিচ এর ভুমিকা

 

 

আরও পড়ুনঃ

 

Leave a Comment