সিম এর গুণাগুণসমূহ

আমাদের আজকের আলোচনার বিষয় সিম এর গুণাগুণসমূহ। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

 

 সিম-এর গুণাগুণসমূহ

 

সিম এর গুণাগুণসমূহ

 

যে রেখা বরাবর একাধিক পরতা কাপড় জোড়া লাগানো হয় ঐ রেখাকে নিম বলে। কাপড় সেলাই করে বা বিকল্প কোন পদ্ধতিতে জোড়া লাগালেই নিম উৎপন্ন হয়। সেলাই এর প্রধান উদ্দেশ্য হল এমন একটি সিম তৈরি করা, যার চেহারা (appearance) এবং গুণাগুণ (Properties) যেন আদর্শ মানসম্পন্ন হয় এবং কম খরচে ও সহজে তৈরি করা যায়।

ভাল চেহারাসম্পন্ন সিম বলতে বুঝায়, যে সিমের মধ্যে সেলাই এর এককসমূহ (stitch units) সাইজের উৎপন্ন হয়েছে এবং যা কাপড়ের কোন ক্ষতিসাধন করেনি। উপরন্ত সেলাই রেখা বরাবর কাপড় সু ব অর্থাৎ কাপড় যেন কুচকে না যায়। আবার কখনও কখনও কাপড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ব্যবহারের সুবিধার জন্য এবং কখনো কখনো কাপড়ের ডিজাইন তৈরির জন্য সিমের মধ্যে কাপড়ের কুঁচি ইচ্ছাকৃতভাবেই তৈরি করা যায়।

বিভিন্ন প্রকার আঁশ ও বিভিন্ন প্রকার কাপড়ের গঠনের (Fabric construction) কারণে ভাল চেহারার সিম তৈরির জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করার প্রয়োজন হয়। পোশাক তৈরির পর ব্যবহার করার সময় অথবা পরিষ্কার করার পর সিমের চেহারা যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হয়। পোশাক ধৌত করার পর যদি সিম কুঁচকে যায় তাহলে উক্ত পোশাকের মান অত্যন্ত নিম্নমানের হয়। সিমের গুণাগুণ বলতে এর শক্তি, স্থিতিস্থাপকতা, টেকসই, নিরাপত্তা, আরামপ্রদত্তা, পানি প্রতিরোধক ও আগুনের শিখা প্রতিরোধক ইত্যাদিকে বুঝায়।

 

সিম এর গুণাগুণসমূহ

 

সিমের গুণাগুণ আলোচনা করা হল :

১। সিমের শক্তি (Seam strength) :

কাপড়ের শক্তির সমান অথবা কাপড়ের শক্তির চেয়ে সামান্য কম শক্তিসম্পন্ন হওয়া উচিৎ। এ শক্তি সিমের লম্বালম্বি দিক বরাবর এবং আড়াআড়ি দিক বরাবর প্রয়োজন। সিমের শক্তি কাপড়ের শক্তির চেয়ে বেশি হলে অনাকাঙ্ক্ষিতভাবে অত্যধিক বল প্রয়োগের কারণে কাপড় ছিঁড়ে যেতে পারে, যা আমাদের কাম্য নয়।

২। সিমের স্থিতিস্থাপকতা (Elasticity) :

বল প্রয়োগের কারণে পোশাকের কাপড় সম্প্রসারিত হতে পারে। তখন পোশাকের কাপড় সম্প্রসারণের সাথে সাথে সিমও সম্প্রসারিত হতে হবে এবং বল অপসারিত হওয়ার পর কাপড়ের সাথে সাথে সিমকেও পূর্বের আয়তনে ফিরে আসতে হবে। অর্থাৎ সিমের স্থিতিস্থাপকতা কাপড়ের স্থিতিস্থাপকতার সমান অথবা বেশি হতে হবে। অন্যথায় সিমের মধ্যস্থ সেলাই সুতা ছিঁড়ে সিম খুলে যেতে পারে। মনে রাখতে হবে যে, কোন কোন কাপড় বা পোশাক ১০০% বা আরো বেশি সম্প্রসারণশীল হতে পারে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

৩। সিমের টেকসই (Durability) ঃ

পোশাক ও পোশাকের কাপড় যতদিন টেকসই হবে সিমও যেন কমপক্ষেততোদিন টেকসই হয়। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় ব্যবহারের সময় ও পরিষ্কার করার সময় ঘর্ষণজনিত কারণেসিম নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয়। যদি কোন কারণে সিম ছিঁড়ে যায় তাহলে উক্ত পোশাকটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

৪। সিমের নিরাপত্তা (Seam Security) :

পোশাক ব্যবহারের সময় স্বাভাবিক কারণে হঠাৎ সিমের সুতা ছিঁড়ে গেলে বা সিম খুলে গেলে পোশাকটি পরিধান করার অনুপযোগী হয়ে পড়ে। সিম যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায় তার নিশ্চয়তা প্রদান করতে হবে।

৫। সিমের আরামপ্রদতা (Comfort) ঃ

কিছু কিছু পোশাক যেমন- জাঙ্গিয়া, গেঞ্জি বা ব্রা এবং মাফলার ইত্যাদি, যা শরীরের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে ঐ সকল পোশাকের সিম এরূপ হতে হবে যাতে ব্যবহারের সময় কোন প্রকার অস্বস্তি বা অসুবিধার সৃষ্টি না হয়। অর্থাৎ কাপড়ের গুণাগুণের সাথে সিমের গুণাগুণের মিল থাকতে হবে। কাপড়ের বৈশিষ্ট্য তথা কাপড় শক্ত বা নরম হলে সিমের সুতাকেও শক্ত বা নরম হতে হবে।

 

সিম এর গুণাগুণসমূহ

 

আরও পড়ুনঃ

Leave a Comment