সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা

আমাদের আজকের আলোচনার বিষয় সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা

 

সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা

 

সাধারণ সেলাই মেশিন দিয়ে কাপড় বা পোশাক বাসাবাড়িতে এবং পোশাকশিল্পে অর্থাৎ উভয় ক্ষেত্রেই সেলাই করা হয়। সাধারণ সেলাই মেশিন (Plain Sewing machine) দিয়ে পোশাক সেলাই করার সময় পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, পোশাকশিল্পের একটি সেলাই মেশিন ২০% সময় সেলাই করে ও বাকি ৮০% সময় থেমে থাকে। অর্থাৎ এই ৮০% সময় একজন অপারেটর ব্যয় করে কাপড় হ্যান্ডলিং এর জন্য। কাপড় হ্যান্ডলিং বলতে কাপড়ের প্রান্ত ভাঁজ করা, সুতা কাটা, নিডেলের নিচে নির্ধারিত স্থানে কাপড় বসানো, সেলাই করার পূর্বে এবং পরে বান্ডেল স্থানান্তর করা, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদিকে বুঝায়।

হ্যান্ডলিং এর সময় কমানো অর্থাৎ উৎপাদন বাড়ানোর জন্য সেলাই মেশিনের সাথে কিছু কিছু সাহায্যকারী যন্ত্রাংশ ব্যবহার করা যেতে পারে। সাহায্যকারী যন্ত্রাংশ উৎপাদন বাড়াতে সাহায্য করা ছাড়াও পোশাকের মান উন্নয়ন ও মান নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অপারেটরের পরিশ্রম লাঘবে সহায়তা করে। যে সকল সাহায্যকারী যন্ত্রাংশ সাধারণত সেলাই মেশিনের সাথে সহজেই লাগানো ও ব্যবহার করা যেতে পারে, তাদের সম্পর্কে নিম্নেআলোচনা করা হল ঃ

(ক) গাইড (Guide) ঃ

পোশাকের নির্ধারিত স্থানে সঠিক সেলাই করার জন্য অথবা কাপড়ের প্রান্ত হতে নির্ধারিত ও সুষম দূরত্বে সেলাই করার জন্য গাইড ব্যবহার করা হয়। গাইড ব্যবহার করে বেশ দ্রুতগতিতে ও সার্বিক মান অনুযায়ী পোশাক উৎপাদন করা যায় । সোজা সেলাই এবং বক্র সেলাই অর্থাৎ উভয় প্রকার সেলাইয়ের জন্যই গাইড ব্যবহার করা যায়। ওভার এক মেশিনে কাপড়ের প্রান্ত সঠিক পরিমাণে ছাঁটাই করে সেলাই করার জন্য ওভার এজ গাইড ব্যবহার করা যায়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

(খ) কমপেনসেটিং ফুট (Compensating foot) :

এ ধরনের প্রেসার ফুটের মধ্যে দুটি সেকশন থাকে এবং সেকশন দুটি স্প্রিং এর সহায়তায় ভিন্ন উচ্চতায় কাজ করতে পারে। কাপড়ের প্রান্ত হতে খুবই সামান্য দূরত্বে অর্থাৎ ১ বা ২ মিলিমিটার দূরত্বে সেলাই করার জন্য এটি অত্যন্ত সহায়ক। বিশেষ করে বিভিন্ন পুরুত্ব (Thickness) বিশিষ্ট কাপড় বা পোশাকের স্থান যেমন- প্যাচ পকেট সেলাই করা, কলার ক্লোজিং ছিম ইত্যাদি কাজের জন্য বেশ সহায়ক।

 

সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা

 

(গ) বিশেষ প্রেসার ফুট (Specific pressure foot) :

পোশাকের মধ্যে পাইপ আকৃতির কোন কিছু যেমন ব্রেড বা ইলাস্টিক ইত্যাদি লাগানোর জন্য বা চেইন লাগানোর জন্য এই বিশেষ ধরনের প্রেসার ফুট ব্যবহার করা হয়। উহা চেইনের অতি নিকটে বা পাইপের অতি নিকটে সেলাই করার জন্য বেশ সুবিধাজনক।

(ঘ) স্টিচিং জিগ (Stitching zig) :

ডাই কাটিং করে পোশাকের ছোট ছোট অংশকে সূক্ষ্মভাবে ও সঠিক আয়ত।।কাটা হয়। আর সঠিক আয়তনের ও নিখুঁতভাবে সেলাই করার জন্য স্টিচিং জিগ ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের দুটি শিট দ্বারা স্টিচিং জিগ তৈরি করা হয়, যার এক প্রান্ত কব্জা দ্বারা আটকানো থাকে। দুটি সিটের মধ্যেই কাঙ্ক্ষিত সেলাই রেখা বরাবর খাঁজকাটা (Slot) থাকে। নিচের সিটটিতে একটি এজ গাইড থাকে, যা কব্জার অতি নিকটে বসানো থাকে এবং উহা পোশাকের অংশ বা প্যাটার্নকে নির্ধারিত স্থানে জিগের মধ্যে বসাতে সহায়তা করে। দুটি বা ততোধিক কাপড়ের প্যার্টান জিগের মধ্যে সঠিকভাবে বসিয়ে জিগের সিট দুটি একত্রে বন্ধ করে দেওয়া হয়। ফলে জিগের মধ্যে কাপড়ের প্যাটার্ন দৃঢ়ভাবে আটকে থাকে।

অতঃপর বিশেষ ধরনের প্রেসার ফুট ও ফিড-ডগ বিশিষ্ট সেলাই মেশিনে জিগের খাঁজ বরাবর সেলাই করা হয়। স্টিচের ঘনত্ব ও স্টিচের দৈর্ঘ্য অপারেটরের দক্ষতার উপর নির্ভর করে বিধায় এ মেশিনের জন্য দক্ষ ও অভিজ্ঞ অপারেটর প্রয়োজন হয়।স্টিচিং জিগ ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আছে, যেমন—১। স্টিচের দৈর্ঘ্য সঠিকভাবে নিয়ন্ত্রণের স্বার্থে দক্ষ ও অভিজ্ঞ অপারেটর দরকার; ২। স্টিচিং জিগের মধ্যে কাপড় যাতে সেলাই করার সময় সহজে নড়াচড়া করতে না পারে তার জন্য অতিরিক্ত সিম অ্যালাউন্স দরকার, ফলে কাপড়ের অপচয় বেশি হয়; ৩। স্টাইল পরিবর্তনের সাথে সাথে জিগও পরিবর্তন করতে হয়, ফলে সময় ও অর্থ উভয়ই বেশি লাগে।

(ঙ) র্যাক গাইড (Rack guide) :

পোশাকের মধ্যে লেস, ব্রেড, ইলাস্টিক অথবা অতি অল্প চওড়াবিশিষ্ট ও লম্বা ফিতার ন্যায় কোন কিছু সেলাই করে জোড়া লাগানোর সুবিধার্থে র‍্যাক গাইড ব্যবহার করা হয়। সাধারণত লেস ইলাস্টিক রোল আকারে জড়ানো থাকে। ঐ রোল হতে সরাসরি যাতে পোশাকের নির্ধারিত স্থান বরাবর লেস বা ব্রেডকে উপস্থাপন করা যায় তার জন্য প্রেসার ফুটের ঠিক সম্মুখেই র‍্যাক গাইড ব্যবহার করা হয় এবং ঐ র্যাক গাইডের মধ্যে। রোলগুলো স্থাপন করা হয়।

 

সেলাই এর সাহায্যকারী যন্ত্রাংশ এর বর্ণনা

 

আরও পড়ুনঃ

Leave a Comment