রাউন্ড নাইফ এবং স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের বর্ণনা

আমাদের আজকের আলোচনার বিষয় রাউন্ড নাইফ এবং স্ট্রেইট -নাইফ কাটিং মেশিনের বর্ণনা। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

 

রাউন্ড নাইফ এবং স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের বর্ণনা

 

কাপড় কাটার শর্তাবলি

 

রাউন্ড নাইফ এবং স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের বর্ণনা (Description of round knife & straight knife cutting machine) :

রাউন্ড নাইফ কাটিং মেশিন (Round knife cutting machine) ঃ

নাম থেকেই বুঝা যায় যে, এটি গোলাকার বৃত্তের ন্যায় নাইফ। এ নাইফের প্রান্ত অত্যন্ত ধারালো এবং গোলাকার নাইফটি অতি দ্রুতগতিতে মোটর ও বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালনা করা হয়। গোলাকার নাইফ ১০০০ থেকে ৩৫০০ আর.পি.এম. গতিতে চালিত হয় এবং ব্লেডের ব্যাস ৬ থেকে ৩০ সে.মি. পর্যন্ত হতে পারে। এ মেশিনের প্রধান প্রধান অংশসমূহ যেমন- বেস প্লেট, বৈদ্যুতিক মোটর, হ্যান্ডেল, ব্লেড গার্ড ইত্যাদি।

ব্লেডের প্রান্ত তিন ধরনের হতে পারে, যথা- ওয়েভড, টুথড এবং মসৃণ বৃত্তাকার। একই আর.পি.এম সম্পন্ন স্ট্রেইট -নাইফ অপেক্ষা রাউন্ড নাইফের কাপড় কাটার দক্ষতা দশ গুণ বেশি। তবে রাউন্ড নাইফের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে, যা এখানে আলোচনা করা হল। রাউন্ড নাইফের ব্রেডের ব্যাসের ৪০ শতাংশ পর্যন্ত উচ্চতাবিশিষ্ট কাপড়ের লে কাটা যেতে পারে।

এ ধরনের ব্লেড দ্বারা কাপড়ের লে হতে পোশাকের ছোট ছোট অঙ্গ কাটা বিশেষ করে বক্ররেখা বরাবর ব্লেড চালনা করা অত্যন্ত অসুবিধাজনক। স্ট্রেইট -নাইফের মতো ভূমির সাথে ৯০° কোণে কাপড়ের লে এ মেশিনে কাটা যায় না, ফলে এ ধরনের মেশিন দিয়ে কাপড়ের লে হতে পোশাকের অঙ্গসমূহ কাটার জন্য অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্তনকারীর প্রয়োজন। অপেক্ষাকৃত কম উচ্চতাবিশিষ্ট কাপড়ের লে হতে পোশাকের বড় বড় অঙ্গসমূহকে কেটে আলাদা করার জন্য এবং কাপড়ের ব্লক কেটে আলাদা করার জন্য রাউন্ড নাইফ ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে রাউন্ড মেশিনের চিত্র দেখানো হল :

 

রাউন্ড নাইফ এবং স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের বর্ণনা

 

 স্ট্রেইট নাইফ কাটিং মেশিন (Straight knife cutting machine) ঃ

পোশাকশিল্পে সবচেয়ে বহুল ব্যবহৃত নাইফ বলতে স্ট্রেইট -ইফকেই বুঝায়। এ মেশিনের বিশেষ বিশেষ অংশসমূহ হচ্ছে একটি বেস প্লেট, যার নিচে ছোট ছোট ঢাকা লাগানো আছে, যার ফলে কাটিং টেবিলের উপর দিয়ে এ মেশিনকে সহজেই নাড়ানো যায়। বেস প্লেটের উপর স্ট্যান্ড এর সাহায্যে স্ট্যান্ডের উপর বৈদ্যুতিক মোটর বসানো থাকে। মোটরের সাথেই হ্যান্ডেল আছে যা ধরে মেশিনকে বিভিন্ন দিকে চালনা করা হয়। স্ট্যান্ড বা আপরাইট এর মাঝেই স্ট্রেইট -নাইফ বসানো থাকে। নাইফের সম্মুখেই নাইফ গার্ড থাকে। স্ট্রেইট -নাইফের পার্শ্বেই গ্রাইন্ডিং হুইল আছে, যার সাহায্যে কাপড় কাটা অবস্থায় নাইফকে মাঝে মাঝে ধার করা হয়।

এ ধরনের মেশিন দিয়ে কাপড় কাটার জন্য দুই ধরনের শক্তির প্রয়োজন হয়। যথা- মোটরের দ্বারা স্ট্রেইট -ইফকে উপরে-নিচে দ্রুতগতিতে চালনা করা হয় এবং কর্তনকারী নাইফটিকে কাপড়ের লে এর মাঝে বিভিন্ন দিকে চালনা করে। মোটরের শক্তি কতটুকু দরকার তা নির্ভর করে কাপড়ের লে এর উচ্চতা, কাপড়ের গঠন, কতটুকু বক্ররেখায় কাপড় কাটা- হবে এবং ব্লেডের স্ট্রোক এর উপর। মোটরের শক্তি যত বেশি হবে মেশিনও ততো ভারী ও মজবুত হবে। ব্লেডের উচ্চতা সাধারণত ১০ সে.মি. থেকে ৩৩ সে.মি. এবং স্ট্রোক ২.৫ থেকে ৪.৫ সে. মি. পর্যন্ত হয়ে থাকে। ব্লেড যত দ্রুতগতিতে চলবে কাপড়ও ততো দ্রুতগতিতে কাটা যাবে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আবার কাটিং মেশিন যত ভারী ও মজবুত হবে কর্তনকারীর পক্ষে এটি চালনা করতে ততো বেশি শক্তির প্রয়োজন হবে। কাটিং নাইফের ধারালো প্রান্ত বিভিন্ন আকৃতির হতে পারে। সাধারণত স্ট্রেইট প্রান্ত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটির ওয়েভড প্রান্ত প্লাস্টিক কাটার জন্য, ক্যানভাস কাপড় কাটার জন্য করাতের দাঁতের ন্যায় প্রান্ত (Saw edge) এবং শক্ত ও মোটা সুতি কাপড় কাটার জন্য কাটা কাটা প্রান্ত ব্যবহৃত হয়।

বর্তমানে স্ট্রেইট- নাইফ মেশিনকে আরো উন্নত করা হয়েছে। এ মেশিনকে কাটিং টেবিলের পার্শ্বে একটি স্ট্যান্ড হতে ঝুলন্ত বাহুর সাথে সমন্বয় সাধন করা হয় এবং মেশিনের বড় ও পুরু বেস প্লেটকে পরিবর্তন করে একটি ছোট পাতলা বেস প্লেট বসানো হয়েছে। মটরের ও মেশিনের সম্পূর্ণ ভার ঝুলন্ত বাহু বহন করছে। ফলে স্ট্রেইট- নাইফের হাউজিং অপেক্ষাকৃত পাতলা ব্যবহার করা সম্ভব হয়েছে। এ সকল পরিবর্তনের কারণে কর্তনকারীর নিকট উন্নত স্ট্রেইট -নাইফ দ্বারা দ্রুতগতিতে কাপড় কাটা সম্ভব হচ্ছে। 

রাউন্ড নাইফ এবং স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের বর্ণনা

 

 

আরও পড়ুনঃ

Leave a Comment