আমাদের আজকের আলোচনার বিষয় মাল্টি থ্রেড চেইন স্টিচ মেশিনের মূলনীতি । এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
মাল্টি থ্রেড চেইন স্টিচ মেশিনের মূলনীতি

একটি বা একাধিক সুতার গ্রুপের দ্বারা চেইন স্টিচ তৈরি করা হয়। একাধিক সুতার তৈরি চেইন স্টিচকে মাটি থ্রেড চেইন স্টিচ বলে। মাল্টি থ্রেড চেইন স্টিচে এক গ্রুপের সুতার লুপ অন্য গ্রুপের সুতার লুপের সাথে ইন্টারলুপিং এর মাধ্যমে আবদ্ধ হয়। স্টিচ টাইপ-৪০১ একটি মাল্টি থ্রেড চেইন স্টিচ এবং এ স্টিচ গঠনের প্রিন্সিপাল চিত্র (৭.৪) সংকারে বর্ণনা করা হয়েছে।
স্টিচ টাইপ-৪০১ তৈরি করতে দুটি সুতা অর্থাৎ একটি নিডেল ও একটি লুপার থ্রেড ব্যবহার করা হয়। চিত্র নং-ক তে নিডেল ‘নিডেল থ্রেড’ সহ কাপড় ভেদ করে এর সর্বনিম্ন গন্তব্যে পৌঁছায়, অতঃপর একটু উপরে উঠে এসে অবস্থান করে। এর ফলে নিডেল থ্রেড এর একটি লুপ (চিত্র-খ) তৈরি হয়। একই সময়ে থ্রেড টেক আপ লিভারও নিচের দিকে নামতে থাকে।

ফলে নিডেল থ্রেড এর টেনশন কমে যায় এবং নিডেল থ্রেডের লুপ তৈরিতে সহায়তা করে। নিডেল থ্রেডের লুপ তৈরি হওয়ার সাথে সাথেই নিডেলের পিছন থেকে লুপার ‘লুপার থ্রেড’ সহ সদ্য উৎপন্ন নিডেল থ্রেডের লুপের দিয়েপ্রবেশ করে ও কিছুটা সম্মুখে এগিয়ে যায় (চিত্র-গ)। অতঃপর নিডেল নিডেল থ্রেড’ সহ উপরের দিকে উঠে আসে, কিন্তু • ডগের সাহায্যে কাপড়ও এক ধাপ এগিয়ে যায় এবং লুপার নিডেল থ্রেডের লুপসহ একধাপ পিছিয়ে আসে অর্থাৎ নিজে এর সম্মুখ দিকে চলে আসে। লুপারের গতি অ্যাভয়ডিং (Avoiding) মোশন এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়।

চিত্র-ঘ তে, নিডেল ‘নিডেল থ্রেড’ সহ কাপড় ভেদ করে এবং লুপার, লুপার গ্রেড ও পূর্বের নিডেল থ্রেড লুপ- এই তিনটির সমন্বয়ে উৎপন্ন ত্রিভুজ আকৃতির (Triangle) ফাঁক এর মধ্য দিয়ে প্রবেশ করে। অতঃপর লুপার কর্তৃক ধরে রাখা নিডেল থ্রেডের লুপটি লুপার ছেড়ে দেয় (চিত্র-ও) এবং নিডেলের সম্মুখদিক হতে অ্যাভয়ডিং মোশন এর সাহায্যে পিছনের। দিকে আসে ও নিডেল দ্বারা উৎপন্ন নতুন লুপটির মধ্য দিয়ে প্রবেশ করে, যা চিত্র- ক, খ ও গ এর পুনরাবৃতি । এভাবে একটির পর আর একটি স্টিচ গঠন করা হয়। নিডেল থ্রেডের টেনশন, থ্রেড টেনশনিং ডিস্ক এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। অথবা থ্রেড গাইডের মধ্য দিয়ে থ্রেডের পথ (Passage) পরিবর্তন করেও করা যায়। লুপার থ্রেডের টেনশন থ্রেডের পথ (Passage) পরিবর্তন করে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুনঃ