বিভিন্ন প্রকার ট্রিমিংস আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ক্লোদিং-১ (১৯৫৪)।
বিভিন্ন প্রকার ট্রিমিংস আলোচনা
অ্যাকসেসরিজ শব্দের অর্থ কি?
অ্যাকসেসরিজ শব্দের অর্থ হল আনুষঙ্গিক উপকরণ। একটি পোশাক তৈরির ক্ষেত্রে মূল কাপড় ছাড়াও কিছু আনুষঙ্গিক উপকরণ প্রয়োজন হয়।

ট্রিমিংস কি?
একটি পোশাক তৈরির জন্য তার মূল কাপড় ছাড়া অন্য যেসব দ্রব্য পোশাকের সাথে ব্যবহার করা হয় তাকে ট্রিমিংস বা গার্মেন্টস অ্যাকসেসরিজ (Trimming or Accessories) বলে।
যেমনঃ লেবেল, মোটিফ, চেইন, বোতাম, সেলাই সুতা, লাইনিং, ইন্টারলাইনিং ইত্যাদি। কিছু কিছু ট্রিমিংস আছে যাদের পোশাকের বাইরে থেকে দেখা যায়। যেমনঃ লেবেল ও মোটিফ। আবার কিছু টিমিংস আছে যাদের পোশাকের বাইরে থেকে দেখা যায় না।
যেমনঃ ইন্টারলাইনিং। আবার কিছু উপকরণ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়। যেমনঃ প্যান্ট, জ্যাকেট ও স্কার্ট তৈরীর ক্ষেত্রে চেইন বা জিপার একটি অত্যাবশ্যকীয় অংশ।
এক্সেসোরিস কি?
এক্সেসোরিস হল এক ধরনের ম্যাটেরিয়াল। যা গার্মেন্টসের সাথে লাগানো থাকে না। বরং এটি শুধুমাত্র গার্মেন্টস ফিনিশিং এবং প্যাকিং করতে ব্যবহার করা হয়। যেমনঃ পলিব্যাগ, কার্টুন, হ্যাংগার ইত্যাদি।
ট্রিমিংস কত প্রকার?
ট্রিমিংস দুই প্রকারঃ
- ভিসিবল ট্রিমিংস (Visible Trimming)
- ইনভিজিবল ট্রিমিংস (Invisible Trimming)

ভিসিবল ট্রিমিংস (Visible Trimming) কি?
যে ট্রিমিংসগুলো পোশাকের বাইরে থেকে দেখা যায় তাকে ভিজিবল ট্রিমিংস (visible Trimming) বলে। যেমনঃ জিপার, বোতাম, লেবেল ইত্যাদি।
ইনভিজিবল ট্রিমিংস (Invisible Trimming) কি?
যে টিমিংসগুলো পোশাকের বাইরে থেকে দেখা যায় না তাকে ইনভিজিবল ট্রিমিংস (Invisible Trimming) বলে।
যেমনঃ ইন্টারলাইনিং, ইলাস্টিক ইত্যাদি।
ট্রিমিংস এবং এক্সেসোরিস এর মধ্যে পার্থক্য?
ট্রিমিংসঃ
- ট্রিমিংস হল এক ধরনের ম্যাটেরিয়াল যা। গার্মেন্টসের সাথে সেলাইয়ের মাধ্যমে লাগানো থাকে।
- ট্রিমিং পোশাকের কার্যকরী অংশ হিসেবে ব্যবহার হয়।
- কিছু ট্রিমিংস এর উদাহরণঃ Button, Label, Zipper ইত্যাদি।
এক্সেসোরিসঃ
- এক্সেসোরিস হল এক ধরনের ম্যাটেরিয়াল। যা গার্মেন্টসের সাথে লাগানো থাকে না। বরং এটি শুধুমাত্র গার্মেন্টস ফিনিশিং ও প্যাকিং করতে ব্যবহার করা হয়।
- এক্সেসোরি উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
- এক্সেসোরিস ডেকোরেটিভ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
- কিছু এক্সেসোরিসের উদাহরণঃ Poly bag, Carton, Hanger ইত্যাদি।

বিভিন্ন ধরনের ট্রিমিংস এর নাম?
- লেবেল
- বোতাম
- সেলাই সুতা
- মোটিফ
- চেইন
- হুক ও লুপ বাঁধন
- লেস, ব্লেড ও ইলাস্টিক
- সোল্ডার প্যাড
- ওয়েডিং
- লাইনিং
- ইন্টারলাইনিং
বিভিন্ন প্রকার ট্রিমিংস আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুন