বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ

আজকে আমাদের আলোচনার বিষয়-বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ

বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ (Statement of the fabric faults)

বস্ত্রের অধিকাংশ ত্রুটি তাঁতে  বুননকালে সৃষ্টি হয়। এগুলোর কিছু কিছু দৃশ্যমান, অন্যগুলো দৃশ্যমান নয়। আবার কি ত্রুটি বুননের সময় ও পরে সংশোধন করা যায়, কিছু সংশোধন করা সম্ভব হয় না। বস্ত্রের  ত্রুটিগুলোকে সাধারণভাবে তি
শ্রণিতে বিভক্ত করা যায়—

 

বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ

 

(ক) টানায় ত্রুটি (Warp defects),

(খ) পড়েনে ত্রুটি (Weft defects),

(গ) বস্ত্রের ত্রুটি (Cloth faults or Defects) |

(ক) বস্ত্রের নিম্নের ত্রুটিসমূহ টানা সুতার ত্রুটির জন্য সংঘটিত হয়

১। ছিঁড়া টানা (Warp breakage or broken

২। ভ্রম টানা (Wrong ends)

৩। পাড়ে ত্রুটি (Selvedge defects)
ends)

 

বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ

 

৪। বন্ধনী (Stitching) এবং

৫। ভাসা (Floats)।

খ) কাপড়ে পড়েনের গুরুত্বপূর্ণ ত্রুটিগুলো হলো-

১। ছিঁড়া পড়েন এবং বিচ্যুতি বা ভাঙা প্যাটার্ন (Weft breakages and mispicks or broken pattern

২। খালি বা ঘন এবং পাতলা স্থান (Bare or thin and thick places ),

৩। দৃঢ় পিক (Tight picks),

৪। পড়েন বের হওয়া (Picks out),

৫ । আকাবাঁকা পড়েন (Weft curling),

৬। অসম স্লাব এবং ফাটল (Slugs and craks),

৭। মাকু চিহ্ন (Shuttle marks),

৮। কাল পড়েন (Black pick),

৯।অশ্রুর ফোঁটা (Tear drops)।

 

বস্ত্রের ত্রুটিগুলোর বিবৃতিকরণ

 

(গ) টানা ও পড়েন ত্রুটি ছাড়াও বুননের সময় আরও কিছু ত্রুটি হয় সেগুলোকে বস্ত্রের ত্রুটি (Cloth faults) ব কাপড়-এর ত্রুটিগুলোকে চিহ্নিত করে নম্বর দেয়া হয়। কাপড় তাঁতে তৈরির পর যাচাই কক্ষে ত্রুটির বিস্তৃতি শব্দর অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। কাপড় ত্রুটিকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

(ক) তেলের দাগ (Oil spots),

(খ) ময়লা কাপড় (Dirty cloth), (

গ) আশময় বা ফুসি কাপড় (Hairy or flossy cloth ),

(ঘ) খসখসে পৃষ্ঠ কাপড় (Rough surface cloth) এবং

(ঙ) হারনেস স্কিপ (Harness skips)।

আরও দেখুন

Leave a Comment