কম্পিউটারাইজড ফেব্রিক কাটিং মেশিন

আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটারাইজড ফেব্রিক কাটিং মেশিন। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

 

কম্পিউটারাইজড ফেব্রিক কাটিং মেশিন

 

কম্পিউটারাইজড ফেব্রিক কাটিং মেশিন

 

কম্পিউটারের সহায়তায় কাটিং নাইফকে পূর্বনির্ধারিত পথে বা রেখা বরাবর পরিচালনার মাধ্যমে কাপড়ের লে কাটা য়। এ পদ্ধতিতে অতি নিখুঁত ও দ্রুতগতিতে কাপড় কাটা যায়। কাটিং টেবিলের পৃষ্ঠ সাধারণ টেবিল হতে ভিন্ন ধরনের। বিল পৃষ্ঠে নাইলন ফিলামেন্ট এর বিছানা দ্বারা আবৃত করা থাকে, যার উপর কাপড়ের লে স্থাপন করা হয়। নাইলন ফ্লামেন্ট এর বিছানা কাপড়ের লে এর ভার বহন করতে সক্ষম এবং এর মধ্যে কাটিং নাইফকে প্রবেশ করতে ও বিভিন্ন কে চলাচল করতে সহায়তা করে। ফলে নাইফ দ্বারা কাপড়ের লে এর মধ্যস্থ প্রতিটি প্লাইকে কাটার নিশ্চয়তা বিধান করা। উপরন্তু ফিলামেন্ট এর মধ্য দিয়ে বাতাস শুষে নিয়ে ভ্যাকুয়াম তৈরির মাধ্যমে লে-কে কাটিং টেবিলের সাথে দৃঢ়ভাবে রণ করতে সহায়তা করে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

কাটিং টেবিলের প্রস্থ বরাবর একটি বিম আছে, যা টেবিলের দৈর্ঘ্য বরাবর চলাচল করে। বিমের উপর কাটিং হেড লানো থাকে, যা বিমের দৈর্ঘ্য বরাবর চলাচল করে। তিনটি সারভোমোটর এর সহায়তায় কাটিং হেড কাপড়ের লে এর প্রস্থ যে-কোন বিন্দুতে ও যে-কোন দিকে চলাচল করতে পারে। কাটিং হেড এর মধ্যে একটি কাটিং নাইক স্বয়ংক্রিয়ভাবে কটি পলিথিনের সিট বিছিয়ে দেয়া হয়, যা ভ্যাকুয়াম তৈরিতে সহায়তা করে। কাটিং টেবিলের পার্শ্বেই কম্পিউটার বিনেট হতে কাটিং নাইফকে প্রয়োজনীয় সিগন্যালের মাধ্যমে চালনা করা হয় ।

ইফ ধার করার যন্ত্রাংশ ও নাইফকে এটির অক্ষ বরাবর যে-কোন দিকে ঘুরানোর ব্যবস্থা আছে। কাপড়ের লে এর উপরকম্পিউটারের মাধ্যমে কাটিং নাইফ নির্দেশ পাওয়ার সাথে সাথেই মার্কারের মধ্যস্থ একটি রেফারেন্স পয়েন্ট হতে টিং শুরু করে। একই নাইফ দ্বারা পোশাকের অঙ্গের মধ্যে নির্ধারিত স্থানে নচও তৈরি করে তবে ড্রিল তৈরির জন্য কাটিং ডের মধ্যে পৃথক ড্রিল থাকে, যা নির্দিষ্ট অঙ্গে এবং স্থানেই ড্রিল মার্কিং তৈরি করে। কাপড়ের লে এর উচ্চতার উপর পড় কাটার গতি নির্ভর করে।

 

কম্পিউটারাইজড ফেব্রিক কাটিং মেশিন

 

উদাহরণস্বরূপ, ৭.৫ সে.মি. সংকুচিত উচ্চতাবিশিষ্ট কাপড়ের লে কাটার জন্য কাটিং ইফের গতি প্রতি মিনিটে ৭.৫ মিটার হয়ে থাকে। কাপড় কাটার অগ্রগতি হওয়ার সাথে সাথে আর একটি পলিথিন সিট তত কাপড়ের উপর সাথে সাথেই বিছিয়ে দেয়া হয়, যাতে ভ্যাকুয়াম-মুক্ত না হয়ে যায়।

Leave a Comment