আজকে আমাদের আলোচনার বিষয়-চার রং-এর ৪২ পিকের রিপিটের জন্য ৪ x ১ ড্রপ বক্স-এর প্যাটার্ন চেইন তৈরিকরণ
চার রং-এর ৪২ পিকের রিপিটের জন্য ৪ x ১ ড্রপ বক্স-এর প্যাটার্ন চেইন তৈরিকরণ (Build a pattern chain for a 4 x 1 drop box motion using four different colours in a repeat of 42 picks)
অথবা ৪ × ১ ড্রপ বক্সের জন্য প্যাটার্ন চেইন (Pattern chain building for 4 x 1 drop box motion) :
৪ × ১ ড্রপ বক্স মোশনের (4 x 1 drop box motion) ক্ষেত্রে Peg plan 3 pattern chain-এর জন্য weft pattern

নিম্নলিখিতভাবে করা যায়-
Colour
সাদা (White)
লাল (Red)
সাদা (White)
নীল (Blue )
হলুদ (Yellow)
লাল (Red)
হলুদ (Yellow)
নীল (Blue
Total-42 picks

এখন দেখা যাচ্ছে যে, প্রতি রিপিটে (Repeat) 42 pick আছে। যেহেতু 4 × 1 drop box motion-এ দুই Pick-এর
আগে box পরিবর্তন হবে না, সুতরাং Pattern chain complete করতে 21 lag এর প্রয়োজন হবে ।
← 1 No box 4 peg
← 2 No box এর peg
← 3 No box এর peg
← 4 No box এর peg
1. No box-কে Selection দিতে হলে lag-এর hole-এ কোন peg থাকবে না ।
2. No box-কে Selection দিতে হলে lag-এর বামদিকের hole-এ peg থাকবে। 3. No box-কে Selection
দিতে হলে lag-এর ডানদিকের hole-এ peg থাকবে।

4. 3. No box-কে Selection দিতে হলে lag-এর উভয় দিকের hole-এ peg থাকবে ।
ফেব্রিক ম্যানুফ্যাকচারিং-৩-১০
বক্সে পড়েন সুভা সাজানো (order of weft in boxes) :
Box-1 While : Least popular weft
Box – 2 Red : 2nd popular weft Box – 3 Blue : Most popular weft
Box-4 Yellow: 3rd popular weft

[বিঃ দ্রঃ Ripeat-এর মধ্যে যে Colour সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ যে Colour-এর পিক সবচেয়ে বেশি হবে সে Colour-কে মাঝখানের কোন একটি box-এ Place করা সুবিধাজনক। পার্শ্বের Pattarn chain-এ blue Colour সবচেয়ে বেশি (16 pick) ব্যবহৃত হয়েছে। সুতরাং blue colour-কে 2 বা 3 নং box-এ place করা ভালো 1 or 4-এ place করা ভালো হবে না।]
আরও দেখুন