আজকে আমাদের আলোচনার বিষয়-র্ডিং মেশিনের বিভিন্ন পরিবর্তনশীল পয়েন্ট
র্ডিং মেশিনের বিভিন্ন পরিবর্তনশীল পয়েন্ট (Different change point of cardin
machine)
কার্ডিং মেশিনে সাধারণত দুটি পরিবর্তনশীল পিনিয়ন রয়েছে।
১। ড্রাফট চেইঞ্জ পিনিয়ন (Draft change penion)
২। উৎপাদন পরিবর্তনকারী হুইল বা ব্যারো হুইল (Production changed wheel or Barrow wheel)

১। ড্রাফট চেইঞ্জ পিনিয়ন (Draft change penion) :
ড্রাফট পরিবর্তনশীল পিনিয়ন বা ড্রাফট চেইঞ্জ পিনিয়ায় সংক্ষেপে ডি. সি. পি (D.C.P) বলে। কার্ডিং মেশিনে ব্লো-রুম থেকে প্রাপ্ত ল্যাপ প্রক্রিয়াজাত করে স্লাইভার পাওয়া যা সাধারণত একক দৈর্ঘ্যের ল্যাপের ওজনের তুলনায় একক দৈর্ঘ্যের স্লাইভারের ওজন অনেক কম।
অর্থাৎ ল্যাপকে ড্রাফটির করে কম একক ওজনের স্লাইভার উৎপাদন করা হয়। এখানে একক দৈর্ঘ্যের ওজন কমানোর জন্য ড্রাফটিং করা হয় ড্রাফট কম/বেশি করতে হলে ড্রাফট চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা কম অথবা বেশি করতে হবে। কার্ডিং মেশিনে সাধারণ ড্রাফট বাড়াতে হলে ডি. সি. পি. এর দাঁত সংখ্যা কমাতে হবে আবার ড্রাফট কমাতে হলে ডি. সি. পি এর দাঁত সংবা বাড়াতে হবে।
সাধারণত উন্নতমানের তুলার জন্য বেশি ড্রাফট এবং নিম্নমানের তুলার জন্য কম ড্রাফট দেয়া হয় গতানুগতিক কার্ডিং মেশিনে ৮৫ – ১৪০ পর্যন্ত ড্রাফট দেয়া হয়ে থাকে এবং আধুনিক কার্ডিং মেশিনে হয়ে থাকে।

২। উৎপাদন পরিবর্তনকারী হুইল বা ব্যারো হুইল (Production changed wheel or barrow wheel) :
ডা গতি ও ডেলিভারি প্রান্তের গতির সাথে ব্যারো হুইল সম্পর্কযুক্ত। সাধারণত কার্ডিং মেশিনের উৎপাদন বাড়ানো বা কমানো জন্য এই হুইলের দাঁত সংখ্যা বাড়াতে অথবা কমাতে হবে। ব্যারো হুইলের দাত সংখ্যা পরিবর্তনের সাথে সাথে ডাে গতি পরিবর্তন হয়ে যায়।

উন্নতমানের তুলার জন্য উৎপাদন কম করা অর্থাৎ ব্যারো হুইলের দাঁত সংখ্যা কমানো হয় এর নিম্নমানের তুলার জন্য উৎপাদন বেশি অর্থাৎ ব্যারো হুইল এর দাত সংখ্যা বাড়ানো হয়। ব্যারো হুইলের পিনিয়ন যো (Range) ১৮ দাঁত থেকে ৫০ দাঁত পর্যন্ত ।
