ব্যবহারিক : এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ

আজকে আমরা ব্যবহারিক : এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ

 

ব্যবহারিক : এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ (Perform test with HVI and evaluate the test results)

ভূমিকা ঃ

এইচভিআই (HVI) এর পূর্ণরূপ হল হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট (High Volume Instrument)। এটি একটি ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে ফাইবার এর ভৌত বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা যায়। H VI উস্টার কোম্পানি কর্তৃক তৈরি ২য় সংস্করণের মেশিন যা পূর্বে ১ম সংস্করণে এম.ভি.আই (MVI) Medium Volume Instrument হিসাবে তৈরি করা হয় । এমভিআই দ্বারা বিশেষত কটনের শুধুমাত্র ফাইবার লেংথ, স্ট্রেংথ এবং মাইক্রোনেয়ার পরিমাপ করা যেত, কিন্তু এইচভিআই তে আরও বেশি বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। তা ছাড়া এর টেস্টিং স্পিডও অনেক বেশি।

উদ্দেশ্য ঃ

১। ফাইবারের দৈর্ঘ্য নির্ণয় করা।

২। ফাইবারের শক্তি নির্ণয় করা।

৩। ফাইবারের ম্যাচুরিটি নির্ণয় করা।

৪। ট্রাশের পরিমাণ নির্ণয় করা।

৫। ময়েশ্চার কনটেন্ট এর পরিমাণ নির্ণয় করা।

 

 

এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ

 

১। ফাইবার লেংথ ঃ

ফাইবারের বিভিন্ন পর্যায়ের দৈর্ঘ্য যেমন- স্পান লেংথ, আপার হাফ মিন লেংথ, শর্ট ফাইবারের শতকরা হার ইত্যাদি নির্ণয় করা হয়। ফাইবারের লেংথ পরিমাপের জন্য H. VI (Optical) মূলনীতিতে কাজ করে । নমুনা ফাইবারসমূহ হতে পরীক্ষায় একটি ফাইব্রোগ্রাম সৃষ্টি করে। এখন একগুচ্ছ ফাইবার নমুনা হিসেবে নেয়া হয় এবং এই নমুনাকে আড়াআড়িভাবে প্রস্থচ্ছেদ বরাবর আটকানো হয় এবং এর ভিতর দিয়ে আলোকরশ্মি অতিক্রম করানো হয়। যেহেতু ফাইবারগুচ্ছের দৈর্ঘ্য অসমান সেজন্য আলোকরশ্মি অতিক্রম করার তীব্রতা ভিন্ন ভিন্ন হয় এবং এতে ফাইব্রোগ্রাম সৃষ্টি হয়। এখন ফাইব্রোগ্রাম থেকে স্পান লেংথ, আপার হাফ মিন লেংথ, শর্ট ফাইবার এর শতকরা হার নির্ণয় করা যায়।

২। মাইক্রোনেয়ার

HVI তে ফাইবারের মাইক্রোনেয়ার পরিমাপের জন্য Alr flow মূলনীতিতে কাজ করে মুনা হিসেবে 10 গ্রাম কটন নেয়া হয়। এখন নমুনাকে চেম্বারে রেখে নির্দিষ্ট হারে Air pass করা হয়। এ সিস্টেমে Transducer রয়েছে যা ধাতুর বাধার পরিমাণ পরিমাপ করে এবং চাপ কী পরিমাণ হল তা মাইক্রোনেচার ভেসে প্রকাশ করে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

৩। ফাইবার স্ট্রেংথ

HVI তে কটন ফাইবারের শক্তি নির্ণয়ের জন্য Bundle strength নির্ণয় করা হয়। এক্ষেত্রে HVI Stelometer এর মূলনীতিতে কাজ করে। এখানে ১/৮” ফাইবারগুচ্ছে ক্যাম্পে লাগানো থাকে । ২টি ফ্ল্যাম্পের ১টি স্থির এবং অন্যটি সচল থাকে । CRE (Constant Rate of Extension) নীতিতে সচল ক্যাম্পটির উপর বল প্রয়োগ করা হয়। ক্ল্যাম্পের মাঝে কপার তার থাকে বল প্রয়োগের ফলে তারের রেজিস্ট্যান্স পরিবর্তন হয় এবং ফাইবার ছিঁড়া পর্যন্ত যে রেজিস্ট্যান্স পাওয়া যায় তা শক্তি হিসেবে প্রকাশিত হয়।

 

এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ

 

৪। কালার ও ট্রাশ ঃ

Photodiode মূলনীতিতে কটন ফাইবারের কালার ও ট্রাপ নির্ণয় করা যায়। নমুনা কটনের উপর আলোর উৎস থেকে আলো বিচ্ছুরণ করা হয়। মেশিনে ক্যামেরা থাকে এবং ছবি সংগ্রহ করে এবং ট্রাশগুলো মনিটরে Dark point হিসেবে আসে এবং Digitally অনুদিত হয় ।

কটন ফাইবারের কালার নির্ণয়ের জন্য নমুনা কটনের উপর আলোর উৎস হতে আলো আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে রশ্মিসমূহ Photodiode এ পড়ে। প্রতিফলিত রশ্মিসমূহ তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে দুভাগে বিভক্ত হয়- একটি R (grey), অন্যটি + b (yellowness) এখানে সরাসরি কালারের গ্রেড হয় না এবং কালার Define করে। যেমন- White. light spotted, spotted, tinged ইত্যাদি।

মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার

টেস্টিং টাইপ :

১। সিস্টেম টেস্টিং

দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সমতা, শক্তি ইলংগেশন মাইক্রোনেয়ার, শর্ট ফাইবার ইনডেক্স, কালার এবং ট্রাশ নির্ণয় করা যায়।

২। মডিউল টেস্টিং

(ক) দৈর্ঘ্য ও শক্তি মডিউল,

(খ) মাইক্রোনেয়ার মডিউল,

(গ) কালার এবং ট্রাশ মডিউল।

এইচডিআই -900 মডিউলে সাধারণত ২টি কেবিনেট থাকে। যার মধ্যে বড় কেবিনেটটিতে দৈর্ঘ্য ও শক্তি নির্ণয়ের মডিউল এবং ছোট কেবিনেটটিতে মাইক্রোনেয়ার, কালার ও ট্রাশ নির্ণয়ের মডিউল থাকে। এ ছাড়া আলফা নিউমেরিক কী বোর্ড, মনিটর এবং ব্যালেন্স থাকে। মনিটর দ্বারা মেনু নির্বাচন, মেশিন পরিচালনার নির্দেশনা এবং পরীক্ষার ফলাফল দেখা হয়। প্রতিটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফলাফল প্রিন্ট করা হয়।

টেস্টিং ক্যাপাসিটি ঃ

এ মেশিনে প্রতি ৮ ঘণ্টায় ২৪০ টি টেস্ট সম্পন্ন করা যায় এবং প্রতি ঘণ্টায় ৩০টি টেস্ট সম্পন্ন করা যায়।

সতর্কতা:

১. সঠিক নমুনা নির্বাচন

২. নিম্নমানের কটনের বেল প্রত্যাখ্যান করা।

৩. ফলাফলের প্রতিটি প্রিন্টেড কপি আলাদা আলাদা বা সার সংক্ষেপ আকারে চাক্ষুষভাবে অবলোকন করা।

 

এইচভিআই মেশিন দ্বারা নমুনা পরীক্ষা এবং ফলাফল মূল্যায়নকরণ

 

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর

১। এইচভিআই (H.VI) এর পূর্ণরূপ কী?

উত্তর : এইচভিআই (H.V.I) এর পূর্ণরূপ হল – High Volume Instrument.

২। এইচভিআই কোন কোম্পানির মেশিন?

উত্তর : উস্টার কোম্পানির মেশিন

৩। এইচভিআই দ্বারা কী পরীক্ষা করা হয়?

উত্তর : কাপড়ের ভৌত গুণাবলি পরীক্ষা করা হয়, যথা-

১। কাপড়ের শক্তি

২। কাপড়ের দৈর্ঘ্য

৩। কালার

৪। ট্রাশ

৫। মাইক্রোনেয়ার

৪। HVI কী নীতিতে ফাইবারের শক্তি নির্ণয় করা যায়?

উত্তর : CRE নীতিতে অর্থাৎ Constant rate of extension।

৫। HVI-তে মাইক্রোনেয়ার পরীক্ষার জন্য কী পরিমাণ কটন নেয়া হয়?

উত্তর : ১০ গ্রাম কটন নেয়া হয়।

আরও দেখুনঃ

Leave a Comment