ড্রইং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা | Yarn Manufacturing 2

ড্রইং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। “ড্রইং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা” ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ১ম অধ্যায়ের [Chapter 1] এর পাঠ।

 

ড্রইং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা

 

ড্রয়িং মেশিন (Drawing Machine):

স্পিনিং মিলের সুতা তৈরির জন্য ড্রয়িং মেশিনতৃতীয় পর্যায়ের বা ধাপের মেশিন। সাধারণত কার্ডিং মেশিনের পর ড্রয়িং মেশিনের ব্যবহার করা হয়। ড্রয়িং মূলত কার্ডিং স্লাইভারের আঁশ গুলোকে টেনে সমান্তরাল করে নতুন ড্রয়িং স্লাইভার তৈরি করে।সুতা তৈরি করার জন্য প্রতিটি আঁশ যেমন আলাদা করা দরকার, তেমনি প্রতিটি আঁশকে পরস্পরের সাথে সমান্তরাল ভাবে সাজিয়ে নেয়াও খুব প্রয়োজন।
ড্রইং ফ্রেম
যদি কার্ড় ওয়েভ (Card Web) কে কাছ থেকে খুব ভালভাবে পর্যবেক্ষণ করা হয়, তাহলে দেখা যাবে ওয়েভের মধ্যে আঁশ গুলো অত্যন্ত অগোছালো ভাবে সাজানো। মূলত কার্ডেড আঁশগুলো যখন সিলিন্ডার থেকে ডফারে এসে ঘনীভূত (Condensation) হয়, তখন এই অবস্থার সৃষ্টি হয়।
পরবর্তীতে ফ্লাইং-কম্ব বা ক্রস রোল, ক্যালেন্ডার রোলার এবং ট্রাম্পেটের মাধ্যমে এই ওয়েভ কে যখন আরো ঘনীভূত করে স্লাইভার পরিণত করা হয়, তখন এই বিক্ষিপ্তাতার পরিমান আরো বেড়ে যায়, অবশ্য কার্ডিং স্লাইভারের জন্য এটা প্রয়োজন কারন এই আঁশ গুলো আলাদা – আলাদাভাবে থাকলে তা সহজে স্থানান্তর (Transfer) হবে না।
কিন্তু সুতা উৎপাদনের জন্য এই আঁশ গুলোকে পরস্পরের সমান্তরাল করা একান্ত প্রয়োজন, তাই ড্রয়িং মেশিনের প্রধান উদ্দেশ্য হলো কার্ডিং মেশিন থেকে প্রাপ্ত স্লাইভারে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত, এলোমেলো, কুঁকড়ানো, বাঁকা প্রভৃতি, অবস্থায় অবস্থিত আঁশসমূহকে পরস্পরের সাথে সমান্তরাল এবং সোজা করা, ড্রয়িং মেশিন এই কাজটি সম্পাদন করে। কার্ডিং থেকে প্রাপ্ত স্লাইভার কে যে প্রক্রিয়ায় টেনে অর্থাৎ ড্রাফট দিয়ে আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করা হয় তাকে ড্রয়িং বলে।
কার্ডিং থেকে প্রাপ্ত স্লাইভার পর্যবেক্ষণ করলে দেখা যায়, স্লাইভারে অবস্থিত আঁশসমূহ ততটা সুষম হয়, আঁশসমূহ একে অপরের সাথে সমান্তরাল নয়, ভাল সুতা তৈরি করার জন্য আঁশসমূহকে অবশ্যই সুষম হতে হবে, এটি ছাড়াও সুতার শক্তি, উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধির জন্য আঁশসমূহকে সমান্তরাল ইত্যাদি করার প্রয়োজনে অবশ্যই স্লাইভার ড্রয়িং (Drawing) করার প্রয়োজন, এক কথায় বলা যায়, স্লাইভার কে নিয়মিত ও সুসামঞ্জস্য ভাবে টেনে লম্বা করার পদ্ধতিকে ড্রয়িং (Drawing) বলে।
* দুইটি ড্রয়িং মেশিনের মাধ্যমে ড্রয়িং সেকশনের প্রক্রিয়া সম্পূর্ণ করে।
* প্রথম ড্রয়িং মেশিন কে ব্রেকার ড্রয়িং মেশিন বলে, যাকে সহজ ভাষায় বলা যায় সমান্তরাল প্রক্রিয়া সম্পূর্ণ করা। এই মেশিনে অটো মোশন সিস্টেম কাজ করে না।
* দ্বিতীয় ড্রয়িং মেশিন কে ফিনিশার ড্রয়িং বলে, যাকে সহজ ভাষায় বলা যায় অধিক সমান্তরাল প্রক্রিয়া সম্পূর্ণ করা। এবং এই মেশিনে অটো মোশন সিস্টেম কাজ করে।
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ড্রাফট (Draft) –

1. মেশিন ড্রাফট / মোট ড্রাফট (Machine Draft/Total Draft): টেনশন ড্রাফট ব্যাক সাইড হতে টেনশন ড্রাফট ফ্রন্ট সাইড পর্যন্ত প্রাপ্ত ড্রাফট কে মেশিন ড্রাফট / মোট ড্রাফট বলে।
2. টেনশন ড্রাফট ব্যাক সাইড (Tension Draft Back Side): ব্যাক রোলারের পরিধির গতি হতে (R.P.M)÷ফিড রোলারের পরিধির গতডাবলিনি (R.P.M) পর্যন্ত প্রাপ্ত ড্রাফট কে টেনশন ড্রাফট (ব্যাক সাইড) বলে।
3. টেনশন ড্রাফট ফ্রন্ট সাইড (Tension Draft Front Side): ক্যালেন্ডার রোলারের পরিধির গতি হতে (R.P.M)÷ফ্রন্ট রোলারের পরিধির গতি (R.P.M) পর্যন্ত প্রাপ্ত ড্রাফট কে টেনশন ড্রাফট (ফ্রন্ট সাইড) বলে।

ড্রয়িং মেশিনের কাজ (Function Of Drawing Machine):

ড্রয়িং মেশিনের সাধারণত ৩টি কাজ হয়
১. ড্রয়িং (Drawing): স্লাইভার সমূহকে নিয়মিত ও সুসামঞ্জস্যভাবে টেনে হালকা ও লম্বা করার পদ্ধতিকে ড্রয়িং বলে।
২. ডাবলিং (Doubling): দুই বা ততোধিক স্লাইভার সংযুক্ত ভাবে মেশিনে একত্রে প্রসেস করে ১টি স্লাইভার ডেলিভারি পাওয়ার পদ্ধতিকে ডাবলিং বলে।
৩. ড্রাফটিং (Drafting): যে পদ্ধতিতে স্লাইভার সমূহকে নিয়মিত ও সুসামঞ্জস্য ভাবে টেনে লম্বা ও পাতলা করা হয় তাকে ড্রাফটিং বলে, ড্রয়িং যতগুলো স্লাইভার ফিড হয় এবং যতগুলো স্লাইভার ডেলিভারী হয় তার অনুপাতই ড্রাফটিং।

ড্রইং ফ্রেম মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

 

 

 

আরও দেখুন

Leave a Comment