আমাদের আজকের আলোচনার বিষয় কাপড় বিছানোর পদ্ধতিসমূহ । এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
কাপড় বিছানোর পদ্ধতিসমূহ

কাপড় বিছানোর পদ্ধতিসমূহ (Method of fabric spreading) t ‘গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় সাধারণত মোড়কে সরবরাহ করা হয়। কাপড়ের মোড়ক হতে কাপড় বিছিয়ে কাপড়ের লো তৈরি করা হয়। কাপড় বিছিয়ে সে তৈরি করার জন্য প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, যথা :
১।কায়িক পদ্ধতি (Manual Method) ২। যান্ত্রিক পদ্ধতি (Mechanical Method)
১। কায়িক পদ্ধতি (Manual Method): এ পদ্ধতিতে কাপড় তিনভাবে বিছানো যায়, যা নিম্নে আলোচনা করা হল :
(ক) সম্পূর্ণ হাতে বিছানো :মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী কাপড়ের রোলকে টেবিলের দুইপাশ থেকে দুইজন শ্রমিক হাতে গড়িয়ে কাপড় বিছায়। কখনো কখনো কাপড়ের রোলের কেন্দ্রে অবস্থিত কাগজের টিউব সেন্টারের মধ্যে দিয়ে লোহা বা কাঠের বড় ডুকিয়ে এ কাজ করা হয়ে থাকে।
(থ) হুকের সহায়তায় হাতে বিছানো: এক্ষেত্রে যে টেবিলের উপর কাপড় বিছানো হয় তার পৃষ্ঠ (Top) কে সম্বের সাথে ১০° কোণে সেটিং করা হয়। অতঃপর টেবিল পৃষ্ঠের উপর এর প্রান্তে অবস্থিত ১৫ সে.মি. লম্বা স্পাইক বা হুকের সাথে কাপড়ের একটি পাড়কে গেঁথে দেয়া হয় এবং অপর প্রান্ত কাপড়ের নিজের ওজনের কারণেই ঝুলতে থাকে হুকগুলো একই সারিতে ২০ থেকে ২৫ সে.মি. পর পর বসানো থাকে। কাপড়ের লে এর মধ্যে চেক ম্যাচিং করে কাপড় বিছানোর জন্য এ পদ্ধতি খুবই সুবিধাজনক।
লে এর মধ্যে প্রস্থ বরাবর কাপড়ের মধ্যস্থ টেনশন পদ্ধতিগত কারণে সুষম (Uniform) হয় এবং দৈর্ঘ্য বরাবর টেনশন শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করে। কাপড় বিছানো শেষ হওয়ার পর টেবিলের টপ পুনরায় মেঝের সাপেক্ষে সমতলে সেটিং করা হয়। অতঃপর হুকগুলোকে খুলে নেয়া হয় ও কাপড়ের লে এর উপর মার্কার বিছানো হয়।

(গ) হস্তচালিত স্প্রেডিং ট্রাকের সহায়তায় :স্প্রেডিং টেবিলের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ট্রাকটিকে হাতে চালনা করা হয় ও সাথে সাথে ট্রাকে রক্ষিত কাপড়ের রোল হতে কাপড় খুলে যায় ও মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী কাপড় বিছাতে থাকে। সাধারণত স্প্রেডিং টেবিল টপের দুই ধারে দুটি রেইল লাইন এর উপর দিয়ে ঢাকার সাহায্যে স্প্রেডিং ট্রাকের যাতায়াত সহজে ও নির্দিষ্ট পথে চালনা করা হয়। কোন কোন সময় স্প্রেডিং ট্রাক টেবিলের এক প্রান্তে রক্ষিত থাকে এবং দুইজন শ্রমিক টেবিলের দুই পাশ হতে কাপড়ের দুই পাড় ধরে টেনে টেবিলের এক মাথা হতে অন্য মাথা পর্যন্ত কাপড় বিছায়।
কায়িক পদ্ধতিতে কাপড় বিছানোর যে তিনটি ধরন উপরে বর্ণনা করা হল তার কোনটাই কাপড়ের লে এর যে তিনমৌলিক শর্ত আছে তা পূরণ করতে সক্ষম নয় ।
২। যান্ত্রিক পদ্ধতি (Mechanical Method) : যান্ত্রিক পদ্ধতিতে কাপড় বিছানোর জন্য যে সকল মেশিন ব্যবকরা হয় তা দুই প্রকার, যথা ঃ(ক) সেমি-অটোমেটিক (খ) সম্পূর্ণ অটোমেটিক
(ক) সেমি-অটোমেটিক (Semi-automatic) ঃ কাপড় বিছানোর টেবিলের পৃষ্ঠে দুই ধারে দুটি রেইল এর উপর ি স্প্রেডিং মেশিন নির্দিষ্ট পথে মোটরের সাহায্যে চালনা করা হয়। মেশিনের মধ্যে নির্দিষ্ট স্থানে কাপড়ের রোল স্থাপন হয়। স্প্রেডিং মেশিন টেবিলের উপর দিয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত বৈদ্যুতিক ও যান্ত্রিক গতির সহায়তায় যা আসা করে ও কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করে। সেমি-অটোমেটিক
মেশিনের সুবিধাসমূহ নিম্নে দেয়া হল ঃ
১। কাপড়ের পাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে গণনার ব্যবস্থা আছে
২। কাপড়ের প্লাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাটার ব্যবস্থা আছে
৩। কাপড়ের প্লাই কাটার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাপড়ের প্রান্ত ধরার ব্যবস্থা আছে
৪। কাপড় বিছানোর সময় কাপড়ের ত্রুটি চিহ্নিত করার জন্য ইন্সপেকশন লাইট আছে
৫। কাপড়ের টেনশন নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে
৬। কাপড়ের পৃষ্ঠ সমতল ও সোজা করার জন্য লেভেলিং ব্লেড আছে
৭। সেলভেজ অ্যালাইনমেন্ট করার জন্য ফটোইলেকট্রিক গাইড আছে
৮। কাপড়ের রোল ঘোরানোর জন্য টার্ন টেবিল আছে ৯। কাপড়ের রোল হতে পজিটিভ গতির সাহায্যে কাপড় খোলা হয় এবং মেশিনের কাপড় বিছানোর গতির সমন্বয় করা থাকে
১০। স্প্রেডিং হেডের সাথে অপারেটরের বসার জন্য প্লাটফর্ম
১১। তিন মিটার প্রস্থ পর্যন্ত কাপড় বিছানো যায় এবং ৮০ থেকে ৬৭৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে ১২। প্রতি মিনিটে ১০০ মিটার পর্যন্ত কাপড় বিছাতে পারে
১৩। ২৫ সে.মি. পর্যন্ত উচ্চতাবিশিষ্ট পে (Lay) তৈরি করা যায়
১৪। স্প্রেডিং হেড যখন কাপড় না বিছিয়ে এক প্রাপ্ত হতে অন্য প্রান্তে যায় তখন অপেক্ষাকৃত দ্রুতগতিতে যায়।

খ) সম্পূর্ণ অটোমেটিক (Fully automatic) : সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিন সেমি-অটোমেটিক মেশিনের উন্নত সংস্করণ। সেমি-অটোমেটিক স্প্রেডিং মেশিনের জন্য যে সকল সুবিধাদি উল্লেখ করা হয়েছে, তার সবগুলো সুবিধাই এখানে বিদ্যমান। উপরন্তু আরও কিছু অতিরিক্ত সুবিধা সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিনের ক্ষেত্রে পাওয়া যায়। কারণ রোবট ও মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রণের সাহায্যে এসব মেশিন চালনা করা হয়। সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিনের অতিরিক্ত সুবিধাদি নিম্নে লিপিবদ্ধ করা হল ঃ
যে কোন নির্দিষ্ট সংখ্যক কাপড়ের প্লাই বিছানোর জন্য পূর্বে মেশিনকে সেট করে দেয়া যায়। নির্ধারিত সংখ্যক প্লাই বিছানোর পর মেশিন স্বয়ংক্রিয় পদ্ধতিতে বন্ধ হয়ে যাবে এবং সিগন্যাল দেবে। ২। রোবটিক ব্যবহার পদ্ধতির পর কাপড় বিছানো চলতে থাকা অবস্থায় কাপড়ের রোল শেষ হয়ে গেলে স্প্রেডিং হেড নিজে নিজেই টেবিলের হাউজিং প্রান্তে ফিরে আসে এবং কাপড়ের রোলের খালি পেপার টিউব হাউজিং এর নির্ধারিত স্থানে রেখে দিয়ে কাপড়ের নতুন রোল স্প্রেডিং হেডে বসিয়ে নেয় এবং মার্কারের যে স্থানে পূর্বের রোলের কাপড় শেষ হয়েছে ঐ স্থানে প্রয়োজনীয় স্পাইস (Splice) দিয়ে কাপড় বিছানো শুরু করে।

৩। স্প্রেডিং হেডে সেন্সর বিছানো আছে। পূর্বে চিহ্নিত কাপড়ের ত্রুটিপূর্ণ স্থান সেন্সরের সাহায্যে ধরা পড়ে এবং সাথে সাথে স্প্রেডিং হেড দাঁড়িয়ে পড়ে ও ত্রুটিপূর্ণ স্থানের কাপড় প্রস্থ বরাবর কাপড়ের প্রান্ত কাটার নাইফ দ্বারা নিজে নিজেই কেটে বাদ দেয়। অতঃপর স্প্রেডিং হেড কিছুটা পিছনের দিকে সরে গিয়ে নিকটবর্তী স্পাইস মার্ক হতে পুনরায় কাপড় বিছানো আরম্ভ করে।
৪ । প্রায় সকল ধরনের কাপড় এ মেশিনে বিছানো যায় এবং সর্বপ্রকার কাপড়ের লে তৈরি করতে পারে । যান্ত্রিক পদ্ধতিতে কাপড় বিছানো হলে কাপড়ের লে এর প্রায় সর্বপ্রকার শর্তাবলি অতিসহজে পূরণ করা সম্ভব হয় এবং কাপড় বিছাতে সময়ও অনেক কম লাগে, শ্রম ব্যয়ও কম পড়ে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্প্রেডিং মেশিনের দাম অনেক বেশি, যার ফলে প্রাথমিক মূলধন বেশি পড়ে।
আরও পড়ুনঃ