আজকে আমরা ব্যবহারিক : কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ করার ক্ষমতা নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

ব্যবহারিক : কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ করার ক্ষমতা নির্ণয়করণ (Determine the abrasion resistance of a fabric)
ভূমিকা :
টেক্সটাইল ভাষায় কাপড় ব্যবহার করতে করতে এর যে অবস্থার সৃষ্টি হয় তাই অ্যাব্রেশন অর্থাৎ একটি কাপড় অনবরত ব্যবহারের কারণে ঘর্ষণের ফলে এর সুতা ও ফাইবার নরম হয়ে এক পর্যায়ে ছিঁড়ে যায় তাই অ্যাব্রেশন কোন কাপড় ঘর্ষণের ফলে তার উপর সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রতিরোধের ক্ষমতাকেই উক্ত কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাব্রেশন রেজিট্যান্স বলে।
অ্যাব্রেশনের কারণ :
অ্যাব্রেশনের কারণ সাধারণত কাপড়ের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কাপড়কে কোথায় কতক্ষণ এবং কী অবস্থায় ব্যবহার করা হয়েছে তার উপরও অ্যাব্রেশন নির্ভর করে।
১. কাপড়ে কাপড়ে ঘর্ষণের জন্য ঘটে যেমন- কোর্টের স্লিভের রোভিং ।
২. কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণের ফলে অ্যাব্রেশন ঘটে। এটাই অ্যাব্রেশনের গুরুত্বপূর্ণ কারণ।
৩. কাপড় এবং কাপড়ে ধূলাবলি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষণের ফলে অ্যাব্রেশন ঘটে। এ প্রকার ঘর্ষণের ফাইবারগুলো নষ্ট হয়ে যায়।
অ্যাব্রেশনের ধরন :
কাপড়ের ঘর্ষণ বা অ্যাব্রেশনকে মোটামুটি তিনভাবে ভাগ করা যায়, যথা :
১. প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন
২. এজ অ্যাব্রেশন
৩. ফ্রেক্স অ্যাব্রেশন।

দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার (The martindale abrasion tester)
মূলনীতি ঃ
এ যন্ত্রে সাধারণত নমুনা হোল্ডারের পরিবর্তে হালকা ওজনবিশিষ্ট বর্গাকৃতির হোল্ডার ব্যবহার করা হয়। এ হোল্ডারগুলো চাবি দ্বারা এমনভাবে আটকানো থাকে যা এর ভার্টিক্যাল গতি প্রদান করতে পারে। কিন্তু এদের অক্ষ বরাবর ঘুরতে পারে না। অর্থাৎ এ গতিটি বিভিন্ন দিকের গতির মাধ্যমে কাপড়ের উপর ঘর্ষণ দেয়। নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণনের ফলে ঘর্ষণে কাপড় এর যে ওজন হারায় তা নির্ণয় করা হয়, অতঃপর নিচের সূত্রের সাহায্যে ওয়্যার ইনডেক্স বের করা হয় ।
Wear index W1= (Weight loss in mg /No of cycle tested) x 100
একটি কাপড়ের ওয়্যার ইনডেক্স যতবেশি হবে উক্ত কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা তত কম হবে এবং ঐ কাপড়ের স্থায়িত্ব তত কম হবে।

যন্ত্রের বর্ণনা
মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারে চারটি অ্যাক্রেডাক্ট থাকে, প্রতিটি অ্যাব্রেডাক্টের ক্ষেত্রের উপর চাপ ৫৫০- গ্রাম /বর্গ ইঞ্চি। অ্যাব্রোডাক্টের নিচের দিকে খুব শক্ত কর্তা এ জাতীয় কাপড় আবৃত থাকে। এটাই মূলত কাপড়ের অ্যাব্রেশন ঘটায়। এ মেশিন এ চারটি বেড থাকে। প্রতিটি বেডের মধ্যে নমুনা আটকানো থাকে। একটি মোটরের সাহায্যে অ্যাড্রেডান্টকে বেডের উপর আটকানো কাপড়ে ঘুরিয়ে অ্যাব্রেশন দেয়া হয়। নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন সমাপ্ত হলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

কার্যপ্রণালি :
প্রথমে অ্যাব্রেশন প্লেটের সাইজ অনুসারে নমুনা কেটে নিয়ে এদের ওজন নির্ণয় করা হয়। এখ নমুনাগুলোকে অ্যাব্রেশন প্লেটে খুব শক্তভাবে আটকিয়ে দেয়া হয়। এরপর মেশিন চালু করলে অ্যাডোন্টগুলো নমু উপর বিভিন্ন দিকের ঘূর্ণন গতি দিবে বলে নমুনার সর্বত্র রোভিং হবে নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন গতি সমাপ্ত হলে নমুনা যে ওজন হারায় তা নির্ণয় করা হয়। এরপর ওয়্যার ইনডেক্স বের হয়।
সাবধানতা
১. সঠিক নমুনা যাচাইকরণ।
২. কাপড়কে মেশিনের উপর সঠিকভাবে স্থাপন করতে হবে।
৩ . যন্ত্রের ঘূর্ণন গতি নিয়ন্ত্রণ করতে হবে।
মন্তব্য :
কাপড়ের অ্যাব্রেশনের জন্য এর উজ্জ্বলতা রং পুরুত্ব বায়ু প্রবেশ বা রোধক ক্ষমতা ইত্যাদি আরো অনেক ভৌত গুণাবলির পরিবর্তন হয় । কাপড়ের ওয়্যার ইনডেক্স কম হলে বুঝতে হবে ঐ কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বেশি এবং স্থায়িত্বও বেশি।

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌধিক প্রশ্নোত্তর
১। ওয়্যার অর্থ কী?
উত্তর : ওয়্যার অর্থ ক্ষয়ক্ষতি।
২। অ্যাব্রেশন বলতে কী বুঝায়?
উত্তর : কোন কাপড়ের ব্যবহার করতে করতে এর যে অবস্থার সৃষ্টি হয় তাই অ্যাব্রেশন।
৩। অ্যাব্রেশনের গুরুত্বপূর্ণ কারণ কী?
উত্তর : কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণের ফলে যে অ্যাব্রেশন ঘটে।
৪। অ্যাব্রেশন কত প্রকার ও কী কী?
উত্তর : অ্যাব্রেশন তিন প্রকার, যথা-
(ক) প্লেইন অ্যাব্রেশন
(খ) এজ অ্যাব্রেশন
(গ) ফ্লেক্স অ্যাব্রেশন
৫। ওয়্যারের অন্যতম কারণ কী?
উত্তর : ঘর্ষণ বা অ্যাব্রেশন।
আরও দেখুনঃ