ওয়াইন্ডিং মেশিনের চিত্র সহ কার্যাবলি আলোচনা | Fabric Manufacturing 1

ওয়াইন্ডিং মেশিনের চিত্র সহ কার্যাবলি আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং-১ (১৯৩২) [fabric Manufacturing-1 (1932)] কোর্সের অংশ। ওয়াইন্ডিং মেশিনের চিত্রসহ কার্যাবলি আলোচনা [Discussion of functions with diagram of winding machine] ক্লাসটি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং-১ (১৯৩২) [ fabric Manufacturing-1 (1932)] এর, ৩য় অধ্যায়ের [Chapter 3] এর পাঠ।

ওয়াইন্ডিং মেশিনের চিত্র সহ কার্যাবলি আলোচনা

 

ওয়াইন্ডিং (Winding) কি?
ওয়াইন্ডিং শব্দের অর্থ হল জড়ানো। আর সুতাকে বিভিন্ন প্যাকেজে জড়ানোর পদ্ধতি হল ওয়াইন্ডিং।
ওয়াইন্ডিং মেশিনের চিত্র

ওয়াইন্ডিং (Winding) কাকে বলে?

টানা ও পড়েন সুতাকে বিভিন্ন প্যাকেজে যেমনঃ স্পুল, নলি বা কপ, কৌন, ববিন ইত্যাদিতে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।

ওয়াইন্ডিং এর উদ্দেশ্য?

ওয়াইন্ডিং দুই ধরনের উদ্দেশ্যে করা হয়ঃ

  • টানা জড়ানোর উদ্দেশ্য
  • পড়েন জড়ানোর উদ্দেশ্য

টানা জড়ানোর উদ্দেশ্যঃ

  • একসাথে অনেক লম্বা সুতা পাওয়ার জন্য।
  • টানা সুতাকে সরাসরি রং করার জন্য।
  • টানা সুতাকে বীমে জড়ানোর জন্য।
  • Warping মেশিনের ক্রিলে ব্যবহারের জন্য।
  • এক বা একাধিক Spinners bobbin হতে একটি Suitable package তৈরির জন্য।
  • সুতার ত্রুটির সীমাকে যেমনঃ Slubs, Neps, Hair, Thick and Thin Places কে সুবিধাজনক পর্যায়ে নিয়ে আসার জন্য।

পড়েন জড়ানোর উদ্দেশ্যঃ

  • Weft Yarn কে সরাসরি রং করার জন্য।
  • Conventional weaving loom এ ব্যবহারের জন্য weft yarn winding প্রয়োজন যেমনঃ সুতাকে pirn ও cop এ জড়ানো হয়।

সবশেষে বলা যায় ওয়াইন্ডিং এর প্রয়োজনীয়তা হল উইভিং এর সুবিধার্থে এক প্যাকেজ হতে অন্য প্যাকেজে রুপান্তর করা।

ওয়াইন্ডিং কত প্রকার?

ওয়াইন্ডিং তিন প্রকারঃ

  • সমান্তরাল ওয়াইন্ডিং (Parallel winding)
  • প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং (Near Parallel winding)
  • আড়াআড়ি ওয়াইন্ডিং (Cross wond winding)

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আধুনিক ওয়াইন্ডিং মেশিনের বৈশিষ্ট্য?

আধুনিক ওয়াইন্ডিং মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। এই মেশিনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপঃ

    • এই মেশিন পরিপূর্ণ প্যাকেজকে অপসারণ করে। সে স্থানে খালি প্যাকেজকে স্থাপন করে।
    • চীজ প্রত্যাহারকারী উপকরণের সাহায্যে এ কাজ সম্পন্ন করা হয়।
    • জড়ানোর সময় যদি সুতা ছিঁড়ে যায়। তবে এই মেশিন সুতাকে জোড়া দিয়ে পুনরায় জড়ানো শুরু করে।
    • এই মেশিনের স্বয়ংক্রিয়ভাবে থেমে যাওয়ার ব্যবস্থা আছে। যদি সুতা ছিঁড়ে যায় তবে এই মেশিন সুতাকে জোড়া দিয়ে পুনরায় জড়ানো শুরু করে।
    • যদি সুতা ছিড়ে যায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্যাকেজে সুতা জড়ানোর কাজ হয়ে যায়।
    • অথচ মেশিন চলতে থাকে ও অন্যান্য প্যাকেজে জড়ানো চলতে থাকে।
    • এতে পরিষ্কারক উপকরণ সংযুক্ত থাকে।
    • যা সুতার নেপ, গিঁট, স্লাব ইত্যাদি মুক্ত করে প্রকৃত ব্যাম প্রদান করে থাকে।
    • এতে Skewer সংযুক্ত থাকে যার উপর ববিন বসিয়ে সুতা খুলে নেওয়া হয়।
  • হোল্ডারের স্থাপিত ববিনের উপর অবস্থিত ক্লাম্পের মধ্য দিয়ে সুতা যাতে ভেদ না করে আসে সেরুপ ব্যবস্থা সংযুক্ত থাকে।
  • প্রত্যেক হেডেই স্বতন্ত্র স্টপ মোশন স্বয়ংক্রিয়ভাবে সুতা জড়ানো দেওয়ার ব্যবস্থা ও টেনশনার ইত্যাদিতে স্বয়ংসম্পূর্ণ।

 

 

 

ওয়াইন্ডিং মেশিনের চিত্র সহ কার্যাবলি আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

আরও দেখুন

Leave a Comment