মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন

আজকে আমাদের আলোচনার বিষয়-মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন

মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন (Calculation of carding draft)

সাধারণ অর্থে ড্রাফট বলতে ডেলিভারি রোলারের পৃষ্ঠগতির সাথে ফিড রোলারের পৃষ্ঠগতির অনুপাতকে বুঝায় । ডেলিভারি রোলারের পৃষ্ঠগতি ফিড রোলারের পৃষ্ঠগতি কর্ডিং মেশিনের ড্রাফট বুঝাতে ড্রাফটিং

জোনের ডেলিভারি ও ফিড গতির পার্থক্যকে বুঝায় অর্থাৎ ফিডকৃত ল্যাপকে সিরামিত এ সুসামঞ্জস্যভাবে টেনে লম্বা ও পাতলা করে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে হালকা ও লম্বা করাকে ড্রাফট বলে। কত বিভিন্নভাবে বের করা সম্ভব।

নিম্নে বিভিন্ন প্রকার ড্রাফট বের করার পদ্ধতি বর্ণনা করা হলো :

১।যান্ত্রিক ড্রাফট (Mechanical draft) :

সাধারণ অর্থে ডেলিভারি রোলার ও ফিড রোলারের পরিধির অনুপাতকে কাফট বলে। যে-কোনো মেশিনের ডেলিভারি অংশে যে রোলার থাকে, তা ফিড অংশে রোলারের গতির তুলনায় বেশি ا

এ ছাড়াও বিভিন্ন মেশিনসমূহে ভিন্ন ভিন্ন ব্যাসের বিভিন্ন রোলার ভিন্ন ভিন্ন গতিতে আবর্তিত হতে থাকে। যান্ত্রিক এক টেকনোলজিক্যাল ড্রাফটও বলা হয়।

 

মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন

 

পতির ঘূর্ণায়মান রোলারের পরিধির গতি ও ধীর গতিতে ঘূর্ণায়মান রোলারের পরিধির গতির অনুপাতকে যান্ত্রিক জাফট বা মেকানিক্যাল ড্রাফট বলে । যান্ত্রিক ড্রাফট নিম্নলিখিত সূত্রের সাহায্যে দেখানো যায়, দ্রুত
দ্রুতগতির রোলারের পরিধির গতি = ধীরগতির রোলারের পরিধির গতি যান্ত্রিক ড্রাফট =
অথবা

নিম্নলিখিতভাবেও যান্ত্রিক ড্রাফট দেখানো যায় ।

ডেলিভারি রোলারের পরিধির গতি ফিড রোলারের পরিধির গতি যান্ত্রিক ড্রাফট। =

কার্টিং মেশিনে ডেলিভারি রোলার হিসেবে কয়েলের ক্যালেন্ডার রোলার ও ফিড রোলার হিসেবে ল্যাপ রোলারকে ধরা হয়েছে।

কোনো রোলারের পরিধির গতি = ঐ রোলারের ব্যাস X X ঐ রোলারের গতি। (R.P.M)

ডেলিভারি রোলারের ব্যাস Xx ডেলিভারি রোলারের গতি

ফিড রোলারের ব্যাস X X ফিড রোলারের গতি

Dx x N

কাজেই, যান্ত্রিক ড্রাফট =

= D₂ XX N₂

এখানে, Dy = ডেলিভারি রোলারের ব্যাস

D2 = ফিড রোলারের ব্যাস

N) = ডেলিভারি রোলারের গতি

N2 = ফিড রোলারের গতি

22 7 π=

কার্ডিং মেশিনের ক্ষেত্রে,

তান্ত্রিক ড্রাফট =

কয়েলের ক্যালেন্ডার রোলারের ব্যাসXJIXকয়েলের ক্যালেন্ডার রোলারের গতি

ল্যাপ রোলারের ব্যাসXTXল্যাপ রোলারের গতি

 

মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন

 

পরবর্তী কনভেনশনাল কার্ডিং মেশিনের গিয়ারিং ক্যালকুলেশন থেকে কয়েলার ক্যালেন্ডার রোলারের ব্যাস

২” ও গতি ৮ আর.পি.এম. এবং ল্যাপ রোলারের ব্যাস ৬” ও গতি ০.৭৫ আর.পি.এম]

তেই যান্ত্রিক ড্রাফট।

= 2 xx 248. ৭৮×π× 0.98 = 110.56

= ১১০ (প্রায়)

 

মেইনটেন্যান্স অ্যান্ড রিলেভেন্ট ক্যালকুলেশন অব কার্ডিং ড্রাফট ক্যালকুলেশন

থাকা আবশ্যক। এটা ফিড ও ডেলিভারি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ প্রকৃত ড্রাফট এর সংজ্ঞা এভাবে দেয়া য “কোনো মেশিনের ফিড দ্রব্যের একক দৈর্ঘ্যের ওজন ও ডেলিভারি দ্রব্যের একক দৈর্ঘ্যের ওজনের অনুপাতকে প্রকৃত বলে।” এটা ছাড়াও দৈর্ঘ্য ও হ্যাঙ্কের ক্ষেত্রে ডেলিভারি দ্রব্যের দৈর্ঘ্য ও ফিড দ্রব্যের অনুপাতকে প্রকৃত ড্রাফট বলা হয়।
নিম্নলিখিত সূত্রের সাহায্যে প্রকৃত ড্রাফট বের করা সম্ভব
ফিড দ্রব্যের ওজন প্রকৃত ড্রাফট = ডেলিভারি দ্রব্যের ওজন x ডাবলিং
[ডাবলিং থাকলে বিবেচনায় আনতে হবে |
অথবা, প্রকৃত ড্রাফট = ডেলিভারি দ্রব্যের দৈর্ঘ্য
ফিড দ্রব্যের দৈর্ঘ্য × ডাবলিং ডেলিভারি দ্রব্যের হ্যাঙ্ক
অথবা,
ফিড দ্রব্যের হ্যাঙ্ক X ডাবলিং মনে করা যাক, ডেলিভারি দ্রব্য অর্থাৎ স্লাইভারের হ্যাঙ্ক ০.১৫ ও ফিড দ্রব্য অর্থাৎ ল্যাপের হ্যাঙ্ক ০.০০১৫ এবং ডানা ১৭১ কাজেই, প্রকৃত ড্রাফট X ১ = ১০০
প্রকৃত ড্রাফট
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
টেনশন ড্রাফট (Tension draft) :
মূল মেশিনের ড্রাফটিং জোনে যে ড্রাফট দেয়া হয়, তাই প্রধান ড্রাফট। ি মেশিনে প্রধান ড্রাফট ব্যতীত মেশিনের ডেলিভারি অংশে স্লাইভারের অতিরিক্ত টেনশনের কারণে কিছু ড্রাফট প্রদান হয়, তাই টেনশন ড্রাফট। কার্ডিং মেশিনে টেনশন ড্রাফট মূলত ক্যালেন্ডার রোলার থেকে শুরু করে কয়েলের ক্যালেন্ড রোলার পর্যন্ত ধরা হয়ে থাকে।
আরও দেখুন

Leave a Comment