আমাদের আজকের আলোচনার বিষয় স্টিচের প্রকারভেদ। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
স্টিচের প্রকারভেদ
সিম ও স্টিচ একে অপরের সাথে অতপ্রোতভাবে জড়িত। কারণ সিম ছাড়া স্টিচ তৈরি করা যায় না আবার সিট।সিম তৈরি করা যায় না। স্টিচ সম্পর্কে আলোচনা করার পূর্বে স্টিচের সংজ্ঞা জানা আবশ্যক বিধায় স্টিচের সংজ্ঞা হল। একটি বা একাধিক সুতা বা সুতার লুপ (Loop) একে অপরের সাথে ইন্ট্রালুপিং (Intralooping).
(Interlooping) বা ইন্টারলেসিং (Interlacing) এর মাধ্যমে আবদ্ধ করে সেলাই করা হয় এবং এই সেলাইয়ের ম(Unit) স্টিচ বলে ।
যখন একটি সুতার লুপ একই সুতার অন্য একটি লুপের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন তাকে ইউ(Intralooping) বলে। যখন একটি সুতা অন্য একটি সুতা বা সুতার লুপের উপর দিয়ে অতিক্রম করে, তখন ইন্টারলেসিং বলে। যখন একটি সুতার লুপ অন্য একটি সুতার লুপের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন তাকে ইদানবলে । যখন এক পরতা কাপড়কে সেলাই করা হয় তখন তাকে স্টিচিং বলে, যেমন- কাপড়ের প্রান্ত নিটেনিং, হেম।

প্রায় ৭০ ধরনের স্টিচের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে ১৮ থেকে ২০ ধরনের স্টিচ পোশাকশিল্পে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তবে দর্জির দোকানে বা বাসাবাড়িতে পোশাক তৈরির জন্য ২ থেকে ৩ ধরনের স্টিচ ব্যবহার করা হয়। সকল ধরনের স্টিচকে ৬টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যথা-
১। স্টিচ ক্লাস-১০০ ( Stitch class 100 ) চেইন স্টিচ
২। স্টিচ ক্লাস-২০০ ( Stitch Class-200) হ্যান্ড স্টিচ
৩। স্টিচ ক্লাস-৩০০ (Stitch class-300) লক স্টিচ
৪। স্টিচ ক্লাস-৪০০ (Stitch class-400) মাল্টি থ্রেড চেইন স্টিচ
৫। স্টিচ ক্লাস-৫০০ (Stitch class-500) ওভার অ্যাজ স্টিচ
৬। স্টিচ ক্লাস-৬০০ (Stitch class-600) কাভারিং চেইন স্টিচ।
নিম্নে প্রতিটি শ্রেণির স্টিচ সম্পর্কে উদাহরণ ও চিত্র সহকারে আলোচনা ১। স্টিচ ক্লাশ-১০০ (Stitch class-100) : চেইন স্টিচ
আরও পড়ুনঃ