ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

(Study and draw different opening devices used in blow-room indicating the names of different parts and their specific (functions. )

উদ্দেশ্য (Objectives) 

(1) ওপেনিং ডিভাইস সম্পর্কে অবগত হওয়া।

(ii) ওপেনিং ডিভাইস এর বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে অবগত হওয়া ।

(ii) ওপেনিং ডিভাইস এর কর্ম প্রক্রিয়া সম্পর্কে অবগত হওয়া ।

 

ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

 

তত্ত্ব (Theory) ঃ

ব্লো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের সাহায্যে তুলার বেল খোলা ।

বর্ণনা (Discuss) :

ওপেনিং মেশিনসমূহ নিম্নলিখিত কার্যাবলি সম্পাদন করে; যথা—

اد ওপেনিং (Opening)

২। বিটিং (Beating)

৩।স্ট্রিপিং (Stripping)

৪। আঁশ স্থানান্তর (Transforming of fibre)।

১।ওপেনিং (Opening) ঃ

বেল হতে প্রাপ্ত আঁশের বড় বড় গুচ্ছকে ওপেনিং মেশিনসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে

পরিণত করে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

২। বিটিং (Beating) ঃ

বিভিন্ন ওপেনিং মেশিনসমূহ স্পাইক ও ছোট বিটার দ্বারা বিটিং কার্য সম্পাদন করে, ফলে আঁশসমূহ বার বার আঘাতের ফলে খুলে যায় ও ছোট ছোট গুচ্ছে পরিণত হয় ।

৩। স্ট্রিপিং (Stripping) ঃ

একটি বিটার অথবা স্পাইক অন্য বিটার অথবা স্পাইক থেকে লেগে থাকা আঁশের 16 গুচ্ছকে স্ট্রিপিং করে নিয়ে নেয় এবং পুনরায় এটা বিটিং ওপেনিং এর জন্য প্রস্তুত হয়।

 

ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

 

৪। আঁশ স্থানান্তর (Transforming of fibre)

আঁশসমূহ একটি ওপেনিং মেশিন থেকে বিভিন্ন কার্যাদি সমাপ্ত করার পর পরবর্তী মেশিনে স্থানান্তর করার জন্য পাইপলাইন ফ্যান অথবা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে পরবর্তী মেশিনে স্থানান্তর হয় ।

 

ব্রো-রুমে ব্যবহৃত বিভিন্ন ওপেনিং ডিভাইসের চিত্রাঙ্কন ও পর্যবেক্ষণ

সতর্কতা (Precaution)

১। ওপেনার মেশিন সতর্কতার সাথে চালনা করতে হবে।

২।ওপেনার মেশিন চালাতে শিক্ষকের সাহায্য নিতে হবে।

৩। মেশিনের যন্ত্রাংশ সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে হবে।

81 ধারালো যন্ত্রাংশ সাবধানে ধরতে হবে।

আরও দেখুন

Leave a Comment