ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা

ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা (Description of lap length, motion knock off mechanism of lap forming machine) 3

■ ল্যাপ লেখ (Lap Length)

একটি ল্যাপ ডফিং হওয়ার পর থেকে শুরু করে ১টি পূর্ণ ল্যাপ তৈরি হওয়া পর্যন্ত সময়ে যতটুকু দৈর্ঘ্যের ল্যাপ তৈরি করা হয় উক্ত দৈর্ঘ্যের ল্যাপকে ল্যাপের লেংথ বলে। অর্থাৎ নক অফ হুইলের ১ বার পূর্ণ ঘূর্ণনের জন্য বটম ক্যালেন্ডার রোলার ঠিক যতটুকু ল্যাপ ডেলিভারি দেয় তাই ল্যাপ লেংথ ।

যে মোশনের সাহায্যে এই ল্যাপের দৈর্ঘ্যকে নির্দিষ্ট রাখা হয় তাকে ল্যাপ লেংথ মোশন (Lap Length Motion) বলে। একটি পূর্ণ ল্যাপ তৈরি হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে মেশিন বন্ধ হওয়াকে নক অফ মোশন বলে ।

ল্যাপ লেংথ মোশন (Lap Length Motion) : নিম্নে চিত্রের সাহায্যে ল্যাপ দেখে মোশনের ব্যাখ্যা দেওয়া হল

 

ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা

 

উপরের চিত্রের প্রত্যেকটি হুইল ও পিনিয়নের দাঁত সংখ্যা মেশিন হতে জেনে নিয়ে ল্যাপ লেংথ কনস্ট্যান্ট
জন্য ক্যালকুলেশন করা হলো-

E = নক অফ হুইল = ৪৮ দাঁত C = ওয়ার্ম হইল = ২৪ দাত
D = চেইঞ্জ পিনিয়ন = ২২ দাঁত B = সিঙ্গেল ওয়ার্ম = ১ দাঁত
A = বটম ক্যালেন্ডার রোলারের ব্যাস = १”

নক অফ হুইলের ১ বার ঘূর্ণনের জন্য বটম ক্যালেন্ডার রোলার ঠিক যতটুকু ল্যাপ ডেলিভারি দেয় তাই লাগে। এবং যদি চেইঞ্জ হুইলের দাঁত সংখ্যা ১ হয়, তবে যতটুকু ল্যাপ ডেলি ভারি দিবে তা হলো ল্যাপ লেংথ কনস্টাগ মোশনের সাহায্যে ল্যাপের দৈর্ঘ্য বাড়ানো বা কমানো সম্ভব।

 

ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা

 

■ ল্যাপ লেন্থ কনস্ট্যান্ট (Lap Length Constant)

ওয়ার্ম হুইলের দাঁত বটম ক্যালেন্ডার রোলার পরিধি নক- অফ হুইলের দাঁত সংখ্যা ওয়ার্ম হুইলের দাঁত X = ১x
চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা

সিঙ্গেল ওয়ার্ম X ৩৬

৪৮ 28 = 3×3 X X ৩৬ [ চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা ১ ধরে]

= ৭০৩.৩৬

এখন ল্যাপ লেংথ (Lap Length)

= ১× ২ ×

= ৩১.৯৭ গজ

= ৩২ গজ

অন্যভাবে, ল্যাপ লেংথ = ৩৬

গজ

ল্যাপ লেংথ কনস্ট্যান্ট

চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা

= ৩১.৯৭ গজ

= ৩২ গজ

উপরিউক্ত সূত্র থেকে ল্যাপ লেংথ অথবা ল্যাপ লেংথ নির্দিষ্ট রেখে চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা সহজেই বের করা সম্ভব। মনে করা যাক, ল্যাপের দৈর্ঘ্য ৪০ গজ রাখতে হবে। তাহলে চেইঞ্জ পিনিয়নের দাঁত সংখ্যা কত লাগাতে হবে?

ল্যাপ লেংথ কনস্ট্যান্ট

চেইঞ্জ পিনিয়ন

= ১৭.৫৮ = ১৮ দাঁত

ল্যাপ লেংথ

80 কিন্তু বর্তমানে আধুনিক মেশিনে উপরিউক্ত ল্যাপ লেংথ মেকানিজম ব্যবহার হয় না বললেই চলে। ■

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

নক অফ মোশন (Knock off Motion)

একটি ল্যাপ ডফিং (Doffing) হওয়ার পর থেকে শুরু করে পুনরায় ১টি ল্যাপ তৈরি হওয়া পর্যন্ত যতটুকু দৈর্ঘ্যের ল্যাপ তৈরি হলো, উক্ত দৈর্ঘ্যের ল্যাপকে লেংথ (Lap Length) বলে। যে মোশনের সাহায্যে এই ল্যাপের দৈর্ঘ্যকে নির্দিষ্ট রাখা হয়, তাকে ল্যাপ লেংথ মোশন বলে ।

১টি পূর্ণ ল্যাপ তৈরি হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে মেশিন বন্ধ হওয়াকে নক- অফ মোশন বলা হয় । চিত্রে হান্টার কগ নক -অফ মোশন (Hunter Cog knock off Motion) দেখানো হলো-

 

ল্যাপ লেংথ মোশন, নক অফ মেকানিজম-এর বর্ণনা

 

আরও দেখুন

Leave a Comment