ড্রাফটিং জোন ও রোলার সেটিং সম্পর্কে আলোচনা | Yarn Manufacturing-2

ড্রাফটিং জোন ও রোলার সেটিং সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। ড্রাফটিং জোন ও রোলার সেটিং সম্পর্কে আলোচনা [the drafting zone and roller setting] ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ৩য় অধ্যায়ের [Chapter 3] এর পাঠ।

 

ড্রাফটিং জোন ও রোলার সেটিং সম্পর্কে আলোচনা

 

ড্রাফটিং জোন কি?

ড্রাইং ফ্রেমের প্রধান কাজ ড্রাফটিং ও ডাবলিং কার্ডিং মেশিন থেকে প্রাপ্ত ৪, ৬ বা ৮টি স্লাইভারে ডাবলিং এর দ্বারা ১টি স্লাইভার উৎপন্ন করে৷ পাশাপাশি স্লাইভারসমূহের আঁশ টেনে সোজা ও সমান্তরাল করে সুষম স্লাইভার তৈরি করে৷ ড্রাইং ফ্রেমের সুষম স্লাইভার তৈরির জন্য যে প্রধান ভূমিকা পালন করে তা হল ড্রাফটিং জোন৷ ড্রাফটিং -জোনে ২,৩ অথবা ৪ জোড়া রোলার কাজ করে৷

আর এই রোলারসমূহের মধ্যে টপ ও বটম এই জোড়া রোলার কাজ করে৷ উপরের রোলারসমূহকে টপ রোলার ও বটম রোলারসমূহকে বটম রোলার বলে৷ ড্রাফটিং -জোনে রোলারই হচ্ছে অত্যাবশ্যকীয় ও প্রয়োজনীয় অংশ৷ কাজেই রোলারের ডিজাইন ও সেটিং মূল উদ্দেশ্য অর্থাৎ ড্রই ফ্রেমের ড্রাফটিং ডাবলিং এর দিক লক্ষ কনে তৈরি করা হয়৷ উন্নতমানের ড্রইং ডেলিভারি পাওয়ার জন্য টপ ও বটম রোলার মিলে আঁশসমূহের ভাল গ্রিপিং কাম্য৷

ড্রাফটিং জোন এ ব্যবহৃত রোলারের প্রকারভেদ?

ড্রইং ফ্রেমে সাধারণত দুই ধরনের রোলার রয়েছেঃ

  • টপ রোলার
  • বটম রোলার

 

টপ রোলার কি?

ড্রইং ফ্রেমের ড্রাফটিং জোনের উপরে যে রোলারসমূহ থাকে তাই টপ রোলার৷ এটি সাধারণত রাবার সিনথেটিক রাবার চামড়া বা অনুরূপ জাতীয় দ্রব্য দ্বারা টপ রোলারের মেটাল দগুকে আবৃত করে রাখে৷ ড্রাফটিং জোনের টপ জোনের টপ রোলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে৷

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রয়োজনীয় ড্রাফট ও আঁশসমূহ গ্রিপিং এর উদ্দেশ্য টপ রোলারের উপর কিছু ওজন চাপানো হয় যার পরিপ্রেক্ষিত আঁশসমূহ সুন্দরভাবে গ্রিপিং হয়ে সঠিক ড্রাফট দিয়ে প্রয়োজনীয় হ্যাঙ্কের স্লাইভার উৎপাদন করে থাকে৷ টপ অথবা বটম কোনটাতেই যদি রাবার ব্যবহার না হত তাহলে দুটি মেটাল রোলারের চাপে আঁশ কেটে অর্থাৎ ছিঁড়ে যেত৷ কাজেই টপ রোলার খুবই গুরুত্বপূর্ণ৷

 

 

বটম রোলার কি?

ড্রইং ফ্রেমের বিভিন্ন অংশের মধ্যে বটম রোলার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে৷ ড্রইং ফ্রেমের ড্রাফটিং জোনে নিচের দিকে যে রোলারসমূহ থাকে৷ তাই বটম রোলার৷ মেশিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অর্থাৎ মেশিনের দৈর্ঘ্যের সমান একটি মেটাল দন্ড যা ড্রইং মেশিনের হেড অনুযায়ী কয়েকটি অংশে বিভক্ত৷

প্রতিটি অংশে আলাদাভাবে ডিজাইন করা থাকে৷ আঁশ গ্রিপিং ও মূল কাজ ড্রাফটিং এর জন্য রোলারসমূহ শুধু ড্রাফটিং জোনে আলাদা ডিজাইন করা থাকে৷ কিন্তু কিছু ক্ষেত্রে বটম রোলার বিভিন্ন অংশে ভাগ করা থাকে৷

প্রতিটি অংশে একটি করে জোড়া দিয়ে একটি অখন্ড লম্বা রোলার তৈরি করে মেশিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লাগানো যেতে পারে৷ বটম রোলারের এই এক একটি খন্ডকে স্টাফ বলে৷ প্রতিটি রোলারের ড্রাফটিং অংশে খাঁজকাটা থাকে৷ এই খাঁজ বিভিন্নভাবে হতে পারেঃ

  • এক্সিয়াল অথবা স্ট্রেইট ফ্লুটস
  • ইনক্লাইন্ড অথবা হেলিক্যাল ফ্লুটস
  • নারল্ড ফ্লুটস ইত্যাদি।

 

 

ড্রাফটিং জোন ও রোলার সেটিং সম্পর্কে আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

 

 

আরও দেখুন

Leave a Comment