গ্রাইন্ডিং এর প্রয়োজনীয়তা

আজকে আমাদের আলোচনার বিষয়-গ্রাইন্ডিং এর প্রয়োজনীয়তা

গ্রাইন্ডিং এর প্রয়োজনীয়তা (State the necessity of grinding)

কার্ডিং মেশিনের রোলারসমূহের ওয়্যারগুলো গ্রাইন্ডিং এর প্রয়োজনীয়তা নিম্নরূপ-
e বিভিন্ন রোলারসমূহের ওয়্যারগুলো ধার করার জন্য গ্রাইন্ডিং প্রয়োজন । ওয়্যারসমূহ ভোঁতা হওয়ার জন্য তার কার্যক্ষমতা হারায় কাজেই ভোঁতা ওয়্যারসমূহ তীক্ষ্ণ করার জন্য গ্রাইন্ডিং এর প্রয়োজন।

উন্নতমানের কার্ডিং পাওয়ার জন্য ওয়্যারসমূহ নিয়মিত গ্রাইন্ডিং করা প্রয়োজন ।
উৎপাদিত স্লাইভারের মান ভালো পাওয়ার জন্য ওয়্যারসমূহের গ্রাইন্ডিং প্রয়োজন । নেপস ও অন্যান্য অপদ্রব্য মুক্ত স্লাইভার পেতে হলে ওয়্যারসমূহের গ্রাইন্ডিং প্রয়োজন ।

 

গ্রাইন্ডিং-এর প্রয়োজনীয়তা

 

গ্রাইন্ডিং মেশিনের বিভিন্ন অংশের নাম (Names of different parts of grinding machine):

১। বেসঃ বেস মেশিনের সর্বনিম্ন অংশ এবং এটা মেশিনের সম্পূর্ণ ভার বহন করে।

২। কলামঃ বেসের উপরের অংশ হলো কলাম। এটি বেসের উপর প্রয়োজনীয় উচ্চতায় মূল মেশিনকে স্থাপন করতে সাহায্য করে।

৩। মটোরঃ এটা মেশিনের প্রধান অংশ এবং বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে গ্রাইন্ডিং হুইলকে ঘুরানোর মাধ্যমে গ্রাইন্ডিং এর কাজ সম্পাদন করে।

৪। হুইল স্পিন্ডলঃ রোটরের শ্যাফটের উভয় প্রান্তকে স্পিন্ডল বলে। হুইল স্পিন্ডলে গ্রাইন্ডিং হুইল আটকানো হয়।

 

গ্রাইন্ডিং-এর প্রয়োজনীয়তা

 

৫। গ্রাইন্ডিং হুইলঃ এটা হলো গ্রাইন্ডিং মেশিনের কাটার।

৬। ব্লটিং পেপার/গ্যাসকেটঃ সেফটি ফ্লাঞ্জ এবং হুইলের মাঝে ব্লটিং পেপার/গ্যাসকেট স্থাপন করা থাকে।

৭। সেফটি ফ্লাঞ্জঃ গ্রাইন্ডিং হুইল স্পিন্ডলের সঙ্গে এমন ভাবে সংযোগ করতে হবে যাতে বেশি টাইট বা ঢিলা না হয় । স্পিন্ডলের সাথে সংযুক্ত করার সময় হুইলের দু দিকে দুটি ফ্লাঞ্জ দিতে হয়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

৮। নাটঃ নাট গ্রাইন্ডিং হুইল কে দৃঢ় ভাবে স্পিন্ডলে ধরে রাখে। বাম দিকের স্পিডলে বামহাতি এবং ডানদিকের স্পিডলে ডানহাতি নাট ব্যবহার করতে হয়।

৯। টুল রেষ্টঃ গ্রাইন্ডিং এর সময় কাটিং টুলস বা অন্য বস্তুকে রেস্ট এর উপর সার্পোট দিয়ে রেখে গ্রাইন্ডিং করা হয়।

 

গ্রাইন্ডিং-এর প্রয়োজনীয়তা

 

আরও দেখুন

Leave a Comment