বিভিন্ন কার্ড ক্লদিং সিস্টেম

আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন কার্ড ক্লদিং সিস্টেম

বিভিন্ন কার্ড ক্লদিং সিস্টেম (Different card clothing system)

ফ্লেক্সিবল ক্লদিং সিস্টেম (Flexible clothing system) :

যে সমস্ত ওয়্যার নমনীয় ও দৃঢ় ঐ সমস্ত ওয়্যার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন রোলারে যে ক্লদিং করা হয় এটাই ফ্লেক্সিবল ওয়্যার ক্লদিং। ফ্লেক্সিবল ওয়্যারের প্রতিটির সাথে দুটি পয়েন্ট রয়েছে ।

এটা ভাঁজ হয়ে ফাউন্ডেশনের সাথে স্টাপল করা থাকে। প্রতিটি ওয়্যারের সাথে একটি হাঁটু (Knee), একটি পা (Leg) ও একটি ক্রস বার (Cross bar) থাকে।ক্রস বারকে কখনও কখনও ক্রাউনও বলা হয় ।

ফ্লেক্সিবল ওয়্যার তৈরিকরণ ঃ

প্রথম একটি নির্দিষ্ট দৈর্ঘ্যে সূক্ষ্ম ওয়্যারকে কাটতে হবে। এখন ওয়্যারকে বাঁকিয়ে ইউ (U) আকৃতির নিম্নের চিত্রানুযায়ী করতে হবে যাতে এর দুটি পা ও একটি ক্রাউন অথবা ক্রস বার থাকতে হবে। এখন ফাউন্ডেশন ক্লথের মধ্যে পূর্বে তৈরিকৃত ছিদ্রের মধ্যে প্রবেশ করানো হয়। এখন পা দুটিকে বাঁকিয়ে সমান জোনের ও সমান দৈর্ঘ্যের হাঁটু তৈরি করা হয়।

 

বিভিন্ন কার্ড ক্লদিং সিস্টেম

 

প্রতিটি ওয়্যারের মাথাকে পয়েন্ট (Point) বলে। ফ্লেক্সিবল ক্লদিং সাধারণত স্বয়ংক্রিয় সেটিং মেশিন দ্বারা তৈরি করা হয়।

ক্লদিং করার মেশিন (Machine for clothing) ঃ

ক্লদিং করার দুই ধরনের মেশিন বিদ্যমান। এক ধরনের মেশিন দ্বারা সিলিন্ডার ও ডফার আর অন্য ধরনের মেশিন দ্বারা ফ্লাটের টপস (Tops) ক্লদিং করা হয়। পাশাপাশি যান্ত্রিকভাবে ওয়্যারিং করার জন্য দুই ধরনের ডিভাইস (Devices) ব্যবহার করা হয় ।

একটি গ্রুপ প্রথমে নির্দিষ্ট দৈর্ঘ্যের ওয়্যার কাটে এবং ওয়্যারের ঠিক মাঝখান ধরে ফাউন্ডেশনের ছিদ্রের মধ্যে পা দুটি সজোরে প্রবেশ করায় এবং দ্বিতীয় গ্রুপ ফাউন্ডেশনের অন্য পার্শ্বে ওয়্যারকে ধরে এবং পা দুটির পিছনের দিকে বাঁকা করে নির্দিষ্ট কোণে হাঁটু গঠন করে। তখন পুনরায় প্রথম গ্রুপ ক্রাউনকে শক্তভাবে ফাউন্ডেশনে বসিয়ে দেয়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

দুটি ধরনেরইফাউন্ডেশন, বস্তুর বা কাপড়ের প্রস্থ বরাবর একত্রে সারি সারি ওয়্যারিং এর কাজ শেষ করে।
স্ট্যাপল করার কাজের প্রতিটি পদক্ষেপই স্বয়ংক্রিয়ভাবে হয়। স্ট্যাপলের সংখ্যা নির্ভর করে ওয়্যার এর ঘনত্ব, সারির সংখ্যা ও ফিলেটের প্যাটার্নের উপর।

ফিলেটের প্যাটার্নের উপর নির্ভর করে নির্দিষ্ট ঘনত্বের ও নির্দিষ্ট সারি ওয়্যার ফাউন্ডেশনের উপর বসিয়ে দেয়াকেস্ট্যাপল বলে। সাধারণত স্বয়ংক্রিয় মেশিনের প্রতি মিনিটে স্ট্যাপলের পরিমাণ ৪০০। মাঝে মাঝে স্ট্যাপলের সাথে ক্লদিং এর প্রকারভেদও পরিবর্তন হয়।

ফাউন্ডেশন (Foundation) :

বিভিন্ন প্রকার ফাউন্ডেশন এর জন্য বিভিন্ন স্তরবিশিষ্ট কাপড় তৈরি হয়। ওয়্যারগুলো দৃঢ়ভাবে ধরে রাখার জন্য তিন অথবা চার স্তরবিশিষ্ট ফাউন্ডেশন তৈরি হয় ।

ফাউন্ডেশন কাপড়ের নিম্নলিখিত গুণাবলি থাকা প্রয়োজন :

  •  এটা পরিমিত শক্ত ও ইলাসটিক হয়ে থাকে ।
  • এটা পর্যাপ্ত দৃঢ় ও পুরু হতে হবে।
  • এর পর্যাপ্ত রেসিলেন্সি ও স্থিতিস্থাপক গুণ থাকতে হবে।
  • এটা প্রয়োগ করার পর যাতে বিস্তৃতি (Stretch) বা ঢিলা হয়ে
  •  এটা আর্দ্রতা, তাপ ও তৈল নিরোধক হতে হবে।

কটন কার্ড ক্লদিং এর জন্য সাধারণত তিন বা চার প্লাই কাপড় ব্যবহার করা হয়ে থাকে। কটন কার্ডিং এর জ কয়েকটি কাপড় দ্বারা স্যান্ডউইচ করে তৈরি করতে হয়। সাধারণত তিন স্তরবিশিষ্ট কাপড় স্যান্ডউইচ করে ফাউন্ডেশন তৈরি করা হয় ।

  • কটন কাপড়কে উপরে দেওয়া হয়।
  •  টানা লিনেন ও উলেন কাপড় মধ্যের স্তরে দেয়া হয়।

 

দ্বারা উপরিউক্ত কাপড়সমূহকে স্যান্ডউইচ করা হয়, তবে উপরে নিচে রাবার বন্ড ব্যবহার করা হয়। ভ্যালকানাইজড রাবার উপরে লাগানো কাপড়কে সংক্ষেপে VIR. ফাউন্ডেশন বলে। উদাহরণস্বরূপ ও
C-W-C ফাউন্ডেশন কাপড় তিন স্তরবিশিষ্ট কটন—উলেন—কটন ও – C. W. C – VIR চার স্তরবিশিষ্ট। C-C. W. C – কটন-কটন—উলেন—কটন।

কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারে সাধারণত নিম্নলিখিত ফাউন্ডেশন ব্যবহার করা হয়।
সিলিন্ডার ফিলেট (Cylinder fillects) : চার স্তরবিশিষ্ট V.I.R. অথবা C.W.C ফাউন্ডেশন ব্যবহার করা হয়। খুব বেশি শক্ত ফাউন্ডেশনের জন্য C.C.W.C. অথবা পাঁচ স্তরবিশিষ্ট V. I. R ফাউন্ডেশন বিশিষ্ট কাপড় ব্যবহার করা হয়।

 

বিভিন্ন কার্ড ক্লদিং সিস্টেম

 

ডকার ফিলেট (Doffer fillets) :

সাধারণত কটন—উলেন—অর্থাৎ C – W – C. ব্যবহার হয়ে থাকে কিন্তু কখনও কখনও সিলিন্ডারে ব্যবহৃত চার স্তরবিশিষ্ট ফিলেটও ব্যবহৃত হয়ে থাকে।

ফটি টপস্ (Flat tops) ঃ

সাধারণত কটন—উলেন—কটন অর্থাৎ C-W-C ফাউন্ডেশন ক্লথ ব্যবহৃত হয় তবে মাঝে
মাঝে কটন—কটন—উলেন—কটন অর্থাৎ C-C. W-C. ব্যবহৃত হয় ।

সেটিং প্যাটার্ন (Setting Parttern) :

ফাউন্ডেশন ক্লথ-এ ওয়্যারিং করার জন্য একটি নির্দিষ্ট ডিজাইন বা প্যাটার্ন মেনে ওয়্যারিং করা হয়। এই

নির্দিষ্ট নিয়মকে প্যাটার্ন অথবা সেটিং প্যাটার্ন বলা হয় ।

সাধারণত নিম্নলিখিত প্যাটার্ন বা সেট এর নিয়মে ফাউন্ডেশন করা হয় ।

প্লেন সেট (Plain Set)- প্লেন সেটকে কখনও কখনও ওপেন সেটও বলা হয়।

১।রিব সেট (Rib Set)
২। টুইল সেট (Twill Set)
৩। সাটীন সেট (Sateen Set).

শুয়্যার (Wire) ঃ

ব্যবহার ও উদ্দেশ্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ওয়্যার ব্যবহার করা হয়। যেমন- টেম্পারড্ ট্রল ওয়্যার, সফট আয়রন ইত্যাদি।

ওয়্যার কাউন্ট (Wire Count) :

ফাউন্ডেশনের পৃষ্ঠে ওয়্যারের ঘনত্বের উপর ওয়্যার কাউন্ট নির্ভর করে। “একক আয়তনে ওয়্যারের সংখ্যাকে ওয়্যার কাউন্ট বলা হয়” কাউন্ট, ওয়্যার গেজ ও ব্যাস এই তিনটির মধ্যে একটা সম্পর্ক রয়েছে যা নিয়ে টেবিলের মাধ্যমে দেখান হল।

কার্ড ক্লদিং এর কাউন্ট নিম্নলিখিতভাবে বের করা সম্ভব । প্রস্থ বরাবর ১ ইঞ্চিতে যতগুলো ক্রাউন থাকবে এটাই ওয়্যার কাউন্ট। সাধারণত কিলেটের প্রস্থ বরাবর
স্টেপ-১

কিলেটের

ক্রাউন থাকে ।

স্টেপ-২

প্রতি রিপিট অথবা নগ (Nog) এ যতগুলো ক্রাউন থাকে তাই কাউন্ট মনে করি এই ক্রাউনের সংখ্যা প্রতি

রিব সেটে পর

স্টেপ-৩
কিলেট এর দৈর্ঘ্য বরাবর একটি নির্দিষ্ট প্যাটার্নে ১ ইঞ্চিতে যতগুলো রিপিট থাকে তাই কাউন্ট । মনে করি, বিপি সংখ্যা ২০টি। কাজেই, স্টেপ- ১, স্টেপ- ২ ও স্টেপ- ৩ থেকে আমরা ক্রাউনের সংখ্যা পাই = ৪ x ৩ x ২০ = ২৪০টি। প্রতিটি ক্রাউনে ২টি পয়েন্ট থাকে ।

কাজেই পয়েন্টের সংখ্যা = ২৪০ × ২ = ৪৮০টি প্রতি বর্গইঞ্চিতে পয়েন্টের সংখ্যা ৪৮০টি।
উপরিউক্ত সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে কার্ড ক্লদিং এর কাউন্ট পাওয়া যায় । প্রতি বর্গইঞ্চিতে পয়েন্টের সংখ্যা

= ৯৬টি ।
=ওয়্যার কাউন্ট =

বিভিন্ন সেটে ক্রাউনের সংখ্যা :

প্লেইন সেট- ২টি রিব সেট- ৩টি

টুইল সেট- ৬টি

অন্যভাবে কাউন্ট এর সংজ্ঞা এভাবে দেয়া যায় ৪” দৈর্ঘ্যে প্লেন প্যাটার্ন- এ যে কয়টি রিপিট পাওয়া যায় তাই কাটা

উদাহরণস্বরূপ ঃ

১০০’ অর্থাৎ ৪ ইঞ্চিতে ১০০টি রিপিট

মেটালিক ওয়্যার ক্লদিং (Metallic wire clothing) :

গতানুগতিক কার্ডিং মেশিনের টেকার-ইনে মেটালিক
ও ক্লদিং করা হয়। কিন্তু আধুনিক কার্ডিং মেশিনে সিলিন্ডার, ডফার ও প্রয়োজন হলে ফ্লাটেও মেটালিক ওয়্যার ক্লদিং হয়।

মেটালিক ওয়্যার ক্লোদিংকে কখনও কখনও রিজিড ওয়্যার ক্লদিংও বলা হয়। লম্বা পাতলা করাতের দাঁতের ম মেটাল প্রান্তবিহীন স্ট্রিপ দ্বারা টেকার-ইনে পাশাপাশি জড়িয়ে মেটালিক ওয়্যার ক্লদিং করা হয় ।

নিম্নে চিত্রে বিভিন্ন ধরনের ওয়্যার দেখান হলো, যা গতানুগতিক ও আধুনিক উভয় কার্ডের জন্য ব্যবহৃত হয়। তুলা আঁশ প্রক্রিয়াকণের জন্য 6. S.T.L. টেকার-ইন ব্যবহার করা হয়।

থেকে ১ সাধারণত b” প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা দৈর্ঘ্যের – ৪.৫টি

দাঁতের কোণ- ৮০° দাঁতের উচ্চতা- ০.২৪৯” বিশিষ্ট মেটালিক ওয়্যার ব্যবহার করা হয় ।
দৈর্ঘ্যের তুলা আঁশ প্রসেস করার জন্য, এবং

প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা- ৩.৫টি দাঁতের কোণ ৯০°

দাঁতের উচ্চতা- ০.২৪৭” বিশিষ্ট মেটালিক ওয়্যার ব্যবহার করা হয় ।

 

 

 

আরও দেখুন

Leave a Comment