আজকে আমাদের আলোচনার বিষয়-ওপেনিং মেশিনের নিম্নলিখিত কার্যকরী পার্টস ও তাদের ব্যবহার পর্যবেক্ষণ ও চিত্রাঙ্কন এবং কার্যনীতি
ওপেনিং মেশিনের নিম্নলিখিত কার্যকরী পার্টস ও তাদের ব্যবহার পর্যবেক্ষণ ও চিত্রাঙ্কন এবং কার্যনীতি
draw the following opening machines indicating their different working parts, specific objects & working principle)
( i) Bale Blender (ii) Bale Opener (iii) Bale Plucker.
তত্ত্ব (Theory)
লার বেল আলাদাকরণ, খোলা ও আঁশকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। ওপেনিং মেশিনসমূহ নিম্নলিখিত কার্যাবলি
পান করে থাকে । যথা ঃ
ওপেনিং (Opening)
fafie (Beatting)
স্ট্রিপিং (Striping)
আঁশ স্থানান্তর (Transforming of fibre)। 81
উদ্দেশ্য (Objectives)
ওপেনিং মেশিন সম্পর্কে অবগত হওয়া।
(1)ওপেনিং মেশিনের যন্ত্রাংশ সম্পর্কে অবগত হওয়া।
(ii) ওপেনিং মেশিনের কার্যপ্রক্রিয়া সম্পর্কে জানা বা জ্ঞান লাভ করা ইত্যাদি ।

বিভিন্ন ওপেনিং মেশিনের কার্যাবলি (Working principle of different opening machines) ব্রেন্ডার (Blender) ঃ
ব্লেন্ডার একটি প্রথম বহনযোগ্য মেশিন যা স্থির বেল থেকে তুলার আঁশসমূহকে আলাদা করে । ছয়টি বেলের গ্রুপ থেকে বিভিন্ন উচ্চতায় থাকা আশসমূহ ব্লেন্ড করে থাকে। প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত যে-কোনো সংখ্যক বেল অথবা মিক্সিং বা ব্লেন্ডিং এর জন্য যে-কোনো সংখ্যক বিভিন্ন গ্রেডের তুলা আঁশকে মিক্সিং বা ব্লেন্ডিং করা হয়।
* বেলগুলো সারিবদ্ধভাবে একটার পর একটা সাজানো থাকে এবং একটা গ্রাভ (Grab) উপর থেকে খোলা অবস্থায় বেলের উপর নেমে আসে ও 0.2 থেকে 1.8 সেকেন্ডের মধ্যে গ্রাভটি বন্ধ হয়ে যায় ও তুলার আঁশসমূহ তুলে নেয় ও রেন্ডারের মূল মেশিনে সরবরাহ করে।
আঁশের পরিমাণ গ্রাভের ক্ল্যাম্পের উপর ও কতটুকু খোলল তার উপর নির্ভর করে। অতঃপর গ্রাভটি উপরের দিকে উঠতে থাকে এবং ওয়েটিং কনটেইনারের উপর এসে গ্রাভটি খুলে যায় এবং আঁশসমূহ ওয়েটিং কনটেইনারে জমা হয় ।
এভাবে পুনরায় ক্যারেজটি সামনের দিকে অগ্রসর হতে থাকে ও পরবর্তী বেল থেকে তুলার আঁশসমূহ নিয়ে ওয়েটিং কনটেইনারে রাখে । ক্যারেজটি প্রোগ্রাম অনুযায়ী তুলার আঁশসমূহ সংগ্রহ করে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং সবশেষে আঁশসমূহকে ব্লেন্ডিং ওপেনারের কনভেয়রের উপর মিক্সি/ব্লেন্ডিং এর জন্য ছুড়ে ফেলে।
ওপেনার (Opener ) :
বেল ওপেনার, ব্লেন্ডিং ওপেনার, ব্লেন্ডিং বেল ওপেনার ইত্যাদি মেশিনসমূহ মেশিন। বিভিন্ন কোম্পানি এই ওপেনারের প্রস্তুতকারক । ম্যানুয়ালি অর্থাৎ হাত দ্বারা তুলার আঁশসমূহ স্তর থেকে তুলে এনে ফিড টেবিলের উপর ফেলা হয়।
কিন্তু আঁশসমূহ বটম ল্যাটিসে যায় এবং বটম ল্যাটিস থেকে ইনক্লাইভ ল্যাটিস আঁশসমূহ তুলে নেয় এবং ইনক্লাইভ ইভেনার রোলার আঁশসমূহকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গুচ্ছে পরিণত করে।
ইনক্লাইভ ল্যাটিস আঁশসমূহ উপরের দিে নেয় এবং ইভেনার রোলার অতিরিক্ত আঁশসমূহকে ডেলিভারির দিকে যেতে বাধা প্রদান করে। আশসমূহ ছিটে এসে পড়ে। আবার স্পাইক ল্যাটিস তুলার আশসমূহকে উপরের দিকে উঠায়, এভাবে ওপেনিং ক্রিয়া সম্পন্ন হয়।
বেল প্রাকার (Bale plucker) :
তুলার গুচ্ছ ছড়ানো গোলাকার অংশের উপর ওপেনারসহ একটি হেডস্টর থাকে। হেডস্টক-এর নিচের অংশে মেটাল স্টইকসহ একটি প্লাকার রয়েছে যা তুলার ছোট ছোট গুচ্ছকে বায়ু প্রবাহে টানে তুলে নিয়ে পাইপের মাধ্যমে মূল মেশিনে বা পরবর্তী মেশিনে পাঠিয়ে দেয়।
যেহেতু চক্রাকারে ঘুরে ঘুরে হেডস্টক তুলার গুচ্ছসমূহকে তুলে নেয় এজন্য এই অংশকে প্লাকার বলে ।
হেডস্টকটি চক্রাকারে ঘুরতে থাকে এবং গোলাকার অংশে বিভিন্ন বেল এর তুলাসমূহ গুচ্ছ, গুচ্ছাকারে সংগ্রহ কর কারণে এখানে ওপেনিংসহ মিক্সিং এর কাজও হয়ে থাকে