ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং-১ (১৯৩২) [fabric Manufacturing-1 (1932)] কোর্সের অংশ। ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা [ About winding] ক্লাসটি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং-১ (১৯৩২) [ fabric Manufacturing-1 (1932)] এর, ২য় অধ্যায়ের [Chapter 2] এর পাঠ।
ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা
ওয়াইন্ডিং (Winding) কি?

ওয়াইন্ডিং (Winding) কাকে বলে?
টানা ও পড়েন সুতাকে বিভিন্ন প্যাকেজে যেমনঃ স্পুল, নলি বা কপ, কৌন, ববিন ইত্যাদিতে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।
ওয়াইন্ডিং এর উদ্দেশ্য?
ওয়াইন্ডিং দুই ধরনের উদ্দেশ্যে করা হয়ঃ
- টানা জড়ানোর উদ্দেশ্য
- পড়েন জড়ানোর উদ্দেশ্য
টানা জড়ানোর উদ্দেশ্যঃ
- একসাথে অনেক লম্বা সুতা পাওয়ার জন্য।
- টানা সুতাকে সরাসরি রং করার জন্য।
- টানা সুতাকে বীমে জড়ানোর জন্য।
- Warping মেশিনের ক্রিলে ব্যবহারের জন্য।
- এক বা একাধিক Spinners bobbin হতে একটি Suitable package তৈরির জন্য।
- সুতার ত্রুটির সীমাকে যেমনঃ Slubs, Neps, Hair, Thick and Thin Places কে সুবিধাজনক পর্যায়ে নিয়ে আসার জন্য।
পড়েন জড়ানোর উদ্দেশ্যঃ
- Weft Yarn কে সরাসরি রং করার জন্য।
- Conventional weaving loom এ ব্যবহারের জন্য weft yarn winding প্রয়োজন যেমনঃ সুতাকে pirn ও cop এ জড়ানো হয়।
সবশেষে বলা যায় ওয়াইন্ডিং এর প্রয়োজনীয়তা হল উইভিং এর সুবিধার্থে এক প্যাকেজ হতে অন্য প্যাকেজে রুপান্তর করা।
ওয়াইন্ডিং কত প্রকার?
ওয়াইন্ডিং তিন প্রকারঃ
- সমান্তরাল ওয়াইন্ডিং (Parallel winding)
- প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং (Near Parallel winding)
- আড়াআড়ি ওয়াইন্ডিং (Cross wond winding)
সমান্তরাল ওয়াইন্ডিং (Parallel winding) কি?
এ প্রকার ওয়াইন্ডিং এ কোন প্যাকেজে অনেকগুলো সুতার প্রত্যেকটি পরস্পরের সাথে সমান্তরাল জড়ানো থাকে যেমনঃ warper beam or weavers beam এ জড়ানো সুতা সমান্তরাল ওয়াইন্ডিং।
প্রায় সমান্তরাল ওয়াইন্ডিং (Near Parallel winding) কি?
এ প্রকার ওয়াইন্ডিং এ কোন প্যাকেজে এক বা একাধিক সুতা যা একে অন্যের সাথে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে Layer সৃষ্টি করে কিন্তু Layer গুলো ক্রমান্বয়ে Package এর ভেতরে অবস্থান করে যেমনঃ prin, cop ইত্যাদি।
আড়াআড়ি ওয়াইন্ডিং (Cross wond winding) কি?
এ প্রকার ওয়াইন্ডিং এ কোন প্যাকেজের একটি মাত্র সুতা যা নির্দিষ্ট Helix angle একের পর এক অবস্থান করে Layer সৃষ্টি করে এবং Package এর stability দিতে layer গুলো একে অন্যের সাথে cross হয়ে winding কার্য সম্পন্ন করে। যেমনঃ cone, cheese ইত্যাদি।
ওওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুন